IMD Weather Update Today March 16: মার্চেই তাপমাত্রা ছুঁয়ে ফেলবে ৪০ ডিগ্রি! আবহাওয়ার বিরাট ভোলবদলে চরম আশঙ্কা। বুধবারের পর পরিস্থিতি কিছুটা উনতির সম্ভাবনা। বুধ-বৃহস্পতি হতে পারে স্বস্তির বৃষ্টি এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দোল মিটতেই এবার চাঁদিফাটা গরমে জেরবার হওয়ার পালা। দোলের দিন থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি মার্চেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। মাঝে মাঝে কয়েকটি জেলায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
চলতি মার্চেই রেকর্ড গরমে পুড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর কয়েকদিনে জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় আজই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
তাপমাত্রা বাড়তে শুরু করেছে শহর কলকাতাতেও। রবিবার কলকাতা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে শহর কলকাতার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেরও একাধিক জেলায়। এই পর্বে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের চার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। সেই সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও।