West Bengal Weather: আজ থেকেই ব্রেক কষবে শীত! দিন তিনেকেই সুনামি শক্তিতে ঠান্ডার কাঁপানো কামব্যাক?

West Bengal Weather Forecast 16 December: গত কয়েকদিন কাঁপানো ঠান্ডা ছিল গোটা রাজ্যে। পশ্চিমের পুরুলিয়া সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে পাল্লা দিয়েছে গ্যাংটকের সঙ্গে।

West Bengal Weather Forecast 16 December: গত কয়েকদিন কাঁপানো ঠান্ডা ছিল গোটা রাজ্যে। পশ্চিমের পুরুলিয়া সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে পাল্লা দিয়েছে গ্যাংটকের সঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast,weather update,west bengal weather forecast,winter,আবহাওয়ার পূর্বাভাস, শীত, আবহাওয়ার খবর

WB Weather Update: রাজ্যে ঠান্ডার আমেজ ভরপুর।

Bengal Weather Update: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই আজ সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত স্পষ্ট। আজ থেকেই রাজ্যে কমতে পারে শীতের দাপট। উইকেন্ডে একাধিক জেলায় মেঘলা আকাশ তৈরির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হতে পারে।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত কাঁপানো ঠান্ডা ছিল। পশ্চিমের জেলা পুরুলিয়ার তাপমাত্রা গ্যাংটকের সঙ্গে পাল্লা দিয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে রাজ্যে শীতের দাপট কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকের তাপমাত্রা আগামী কয়েক দিনে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রার এই বৃদ্ধি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই বিশেষভাবে পরিলক্ষিত হবে।

কলকাতার ওয়েদার আপডেট 

সপ্তাহের প্রথম দিনে শহর কলকাতায় শীতের ভরপুর আমেজ রয়েছে। সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। আগামিকাল থেকে কলকাতা শহরেও একটু-একটু করে তাপমাত্রা বাড়বে। তবে ঠান্ডার আমেজ পুরোপুরি বহাল থাকবে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: সন্দীপ ঘোষদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট পেশের দাবি, টানা ধর্নায় বসতে চলেছেন ডাক্তারদের একাংশ

আরও পড়ুন- West Bengal News Highlights: শুভেন্দু গড় কাঁথিতে ফুটল ঘাসফুল, সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ধরাশায়ী পদ্ম

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে জমিয়ে শীত উপভোগ করছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। গতকাল দার্জিলিঙের তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি। উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার ভরপুর আমেজ রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত স্পষ্ট। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের সব জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে।

আরও পড়ুন- Physically Challenged Couple Marriage: নিঃশব্দ ভালোবাসার সফল পরিণতি, লড়াই শেষে চার হাত এক বিশেষভাবে সক্ষম মহুয়া-ইন্দ্রনীলের

Kolkata Weather weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office