কার্যত বিদায়ের পথে শীত। তবে শীত বিদায়ের পথ ধরলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শহর কলকাতা-সহ জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঘ মাসের শেষ প্রান্তে এসেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। পশ্চিমী ঝঞ্ঝার গেরোয় এই বৃষ্টির জেরেই তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী। আগামী কয়েকদিনে ধীরে ধীরে আরও বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা।
বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এবারের মতো বিদায় নিতে চলেছে শীত। তবে পিছু ছাড়ছে না বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙেও আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে শীতের আমেজ আরও ফিকে হয়ে যাবে। রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন- বঙ্গে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা-উঃ২৪ পরগনা
সরস্বতী পুজোর পরের কয়েকটি দিন তাপমাত্রার পারদ নেমেছে। কলকাতা-সহ জেলাগুলিতে বেশ খানিকটা নেমে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। একধাক্কায় কয়েক ডিগ্রি পারদ নামায় জাঁকিয়ে শীতের অনুভূতি মিলেছিল কয়েকদিন।
তবে সেই শীতও স্থায়ী হয়নি। আবারও বঙ্গে ঝাক্কা ঝঞ্ঝার। পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরেই ফের একবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শীত উধাও হয়ে চড়ছে পারদ। আবহাওয়াবিদরা বলছেন, বিদায়ের পথ ধরেছে শীত। এবছরের মতো জঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা কার্যত আর নেই।