মাঘ মাস শেষ হলেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। নতুন করে দানা বাঁধছে ফের এক পশ্চিমী ঝঞ্ঝা। সঙ্গে দোসর উচ্চচাপ ববয়। দু'য়ের জেরে রাজ্যে ঢুকবে জলীয় বাস্প। তারই জেরে রাজ্যের প্রায় সর্বত্র বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবি ও সোমবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফাল্গুন মাসের এই অকালবৃষ্টির হাত ধরেই রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে শীত।
শেষ দফায় পশ্চিমী ঝঞ্ঝার গেরো কাটতেই রাজ্যে ফের একবার শুরু হয় পারদ পতন। শহর কলকাতা-সহ জেলাগুলিতেও গত বেশ কয়েকদিন ধরে ভালোমতো ঠাণ্ডার অনুভূতি মিলেছে। সকাল ও সন্ধের দিকে রাজ্যজুড়ে শীতের আমেজ। কোনও কোনও জেলায় ঠাণ্ডার ব্যাপক দাপটও লক্ষ্য করা গিয়েছে।
মাঝ ফেব্রুয়ারিতেও শীতের ভরপুর আমেজ নিচ্ছে বাঙালি। আজ বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে শীতের এই সাধ পূরণে ফের ভিলেন হতে চলেছে বৃষ্টি। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়।
আরও পড়ুন- বঙ্গে বাড়ল সংক্রমণের হার, উদ্বেগ বাড়াচ্ছে উঃ ২৪ পরগনা, নিম্নমুখী কলকাতার গ্রাফ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত ঠাণ্ডার এই আমেজ থাকবে আগামী শনিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে রবিবার থেকেই আবহাওয়ার বদলের সম্ভাবনা। ওই দিন থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। মেঘে ঢাকবে আকাশ।
আগামী রবি ও সোমবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতা-সহ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফাল্গুন মাসের অকাল এই বৃষ্টির হাত ধরেই রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে পারে শীত, এমনই অনুমান আবহাওয়াবিদদের।