আবহাওয়া দফতরের পূবর্বাভাস মতোই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু বৃষ্টি। আজ দিনভর রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও দার্জিলিং, কালিম্পঙের উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবি ও সোমবারও বৃষ্টি চলবে শহর কলকাতায়। মহানগরীর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি চলতে পারে।
ভরা মাঘেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বৃষ্টির হাত ধরেই শীতের আমেজ বেশ ফিকে। বেড়েছে তাপমাত্রা। আজ কলকতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা-মাঝারি বৃষ্টিপাত চলবে। রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। সোমবার কলকাতার পাশাপাশি হাওড়া ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- স্বস্তি দিয়ে ১০ হাজারের নীচে বাংলায় দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াল মৃত্যু
এদিকে বৃষ্টির জেরে শীতের আমেজ ফিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মাঘ মাসেও অধরা জাঁকিয়ে ঠান্ডা। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে।
মেঘ সরতেই পরিস্কার হবে আকাশ। আগামী ২৬ জানুয়ারি থেকে ফের একবার পারদ পতনের সম্ভাবনা। রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। পরপর কয়েকদিনে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। ফের একবার শীতের জোরালো আমেজ ফিরতে পারে বঙ্গে।