Advertisment

বিদায়-বেলায় জমিয়ে ব্যাটিং শীতের, শিয়রেই বৃষ্টির ভ্রুকূটি

ঝঞ্ঝার গেরো সরতেই রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। মেঘমুক্ত আকাশে নামছে পারদ।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengla kolkata Weather Updates 30 january 2022

জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে।

জানুয়ারির শেষ লগ্নে জমিয়ে ব্যাটিং শীতের। জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে। শহর কলকাতা থেকে জেলা, পারদ পতন জারি সর্বত্রই। শীতপ্রেমী বাঙালি আনন্দে আটখানা। বিদায়বেলায় কি একটানা বেশ কয়েকদিন থিতু হবে শীত? তেমন ইঙ্গিত অবশ্য মিলল না আবহাওয়া দফতরের পূর্বাভাসে। দিন কয়েক এমন আবহাওয়া থাকলেও সপ্তাহ শেষেই বৃষ্টির ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সরস্বতী পুজোতেই।

Advertisment

আপাতত ঝঞ্ঝার গেরো সরতেই রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। মেঘমুক্ত আকাশে নামছে পারদ। আজও শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রির আশেপাশে। জেলাগুলিতে জাঁকিয়ে ঠাণ্ডার অনুভূতি মিলছে।

হাড়কাঁপানো ঠাণ্ডা পশ্চিমের জেলাগুলিতেও। সব মিলিয়ে জানুয়ারির একেবারে শেষ প্রান্তে পৌঁছে বাঙালির শীত-সাধ কিছুটা হলেও পূরণ হচ্ছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত রাজ্য থেকে পশ্চিমী ঝঞ্ঝার গেরো সরেছে, সেই কারণেই পারদ নিম্নমুখী। উত্তুরে হাওয়ার পাশাপাশি কলকাতা ও বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে থাকছে কুয়াশার দাপট। তবে বেলা বাড়তেই কুয়াশা সরে আকাশ পরিস্কার হচ্ছে।

আরও পড়ুন- আরও কমল দৈনিক সংক্রমণ, বাংলায় কমছেই না কোভিডে মৃত্যু

দিন কয়েক ভরপুর এই ঠাণ্ডার আমেজ থাকলেও ফের একবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আববহাওয়া দফতরের। বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

কয়েকটি জেলায় অবশ্য ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। এখনও পর্যন্ত হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে করে আশঙ্কা কাটছে না। বৃষ্টি মাথায় কাটবে বসন্ত পঞ্চমী।

Weather Report Bengal Weather West Bengal Weather Forecast
Advertisment