Advertisment

পারদ-পতনে সকাল-রাতে ঠান্ডার অনুভূতি, শীতের ইনিংস শুরু কবে থেকে?

বৃহস্পতিবার বেশ খানিকটা কমে গেল কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather forecast 20 january 2023

এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল পারদ।

নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ রাজ্যে। বৃহস্পতিবার বেশ খানিকটা কমল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আর বেশি দেরি নেই, এমনই জানান দিচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। গুটি গুটি পায়ে হেমন্তের বিদায়ের পরেই বঙ্গে পাড়ি জমাবে শীত। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে শীতের ভরপুর অনুভূতি পেতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।

Advertisment

বৃহস্পতিবার বেশ খানিকটা কমে গেল কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ৩২ ডিগ্রির মধ্যে থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা শহরে আংশিক মেঘলা আকাশ। কলকাতা পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই আবহাওয়া ছবিটা একই। মেঘলা আকাশে দিন শুরু।

আরও পড়ুন- ফাঁক পেলেই চোখ মোবাইলে? অজান্তেই ডাকছেন চরম বিপদ! জানুন চিকিৎসকের সাবধান-বাণী

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিন রাজ্যে হেমন্তের ভরপুর আমেজ থাকবে। শীত-শীত ভাব থাকবে সকাল-রাতে। রাজ্যে শীতের ইনিংস শুরু হতে এখনও সপ্তাহখানেকের অপেক্ষায় থাকতে হবে বঙ্গবাসীকে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে রাজ্যজুড়ে শীতের আমেজ টের পাওয়া যেতে পারে। তবে তার আগে আবহাওয়ার বদলটা হতে শুরু করবে আর সপ্তাহখানেক পর থেকেই। ধীরে ধীরে কমতে থাকবে তাপমাত্রা।

Winter Coming Weather Report Weather Forecast
Advertisment