শীতের জোরালো কামড় রাজ্যজুড়ে। আরও কমে ১২ ডিগ্রির ঘরে নেমে গেল শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই হাড়কাঁপানো শীত। জানুয়ারির প্রথম সপ্তাহে শীতে জবুথবু দশা বঙ্গবাসীর। আগামী কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী, এমনই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
প্রবল শীত গোটা রাজ্যে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাড়কাঁপানো ঠান্ডা। বৃহস্পতিবার কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে।
যার জেরে শহর থেকে জেলা একাধিক রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা হয়েছে। ভোরের দিকে শহর-মফস্বলের বিভিন্ন রাস্তায় আলো জ্বেলে যাতায়াত করতে দেখা গিয়েছে যানবাহনকে। তবে বেলা বাড়লেই কুয়াশার দাপট ফিকে হয়ে পরিস্কার হবে আকাশ, এমনই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
আরও পড়ুন- আবাস দুর্নীতি: বঙ্গে আসছে কেন্দ্রীয় দল, ‘বাজিমাত’- মনে করছে বিজেপি নেতারা!
আবহাওয়া দফতরের পূর্বাভাসে এবার শীত নিয়ে দারুণ স্বস্তিতে বঙ্গবাসী। কারণ, আপাতত দিন কয়েক শীতের এই কামড় রাজ্যজুড়েই বহাল থাকতে চলেছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঠান্ডার দারুণ দাপট লক্ষ্য করা যেতে পারে। ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Ajker Rashifal Bengali, 5 January 2023: লক্ষ্মীবারে অর্থভাগ্য ভাল হবে কার কার? পড়ুন রাশিফল
সব মিলিয়ে ঠান্ডা নিয়ে হাপহিত্যেশের দিন ফুরোল। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষ প্রান্তে প্রবল শীত রাজ্যজুড়ে। আপাতত কয়েকদিন ঠান্ডার জোরালো এই দাপট বহাল থাকবে সব জেলাতেই। ভোরের দিকে একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপট। তবে বেলা বাড়লেই সেই দাপট হবে ফিকে।
আরও পড়ুন- খাস কলকাতার বৈকুণ্ঠনাথ মন্দির, যেখানে ভক্তকে উদ্ধারের জন্য সদাজাগ্রত ভগবান