করোনা পরিস্থিতিতে বাংলায় লকডাউনের মেয়াদ ২ সপ্তাহের জন্য বাড়ানো হচ্ছে। আগামী ১৫ জুন পর্যন্ত লকডাউন চলবে বলে শনিবার নবান্নের তরফে এক নির্দেশিকায় জানানো হল। কনটেনমেন্টে জোনে সম্পূর্ণ লকডাউন চলবে। তবে, কনটেনমেন্ট জোনের বাইরে লকডাউন শিথিল করা হয়েছে। আগামী সোমবার থেকে বাংলায় শ্যুটিং শুরু হচ্ছে। পাশাপাশি ৮ জুন থেকে বাংলায় খুলছে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ।
বাংলায় পঞ্চম দফার লকডাউনে কনটেনমেন্ট জোনের বাইরে শর্তসাপেক্ষে কী ছাড় দেওয়া হয়েছে?
* ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে চা বাগান
* ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে জুটমিল
* ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে ক্ষুদ্র, ছোটো, মাঝারি ও বড় কারখানা
* ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে চালু হবে নির্মাণ কাজ
* ১ জুন থেকে আন্তঃরাজ্য় সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু। যত সংখ্য়ক বাসে আসন থাকবে, তত সংখ্য়ক যাত্রী উঠতে পারবেন বাসে। দাঁড়িয়ে যাওয়া যাবে না বাসে। যাত্রীদের মাস্ক ও গ্লাভস পরতে হবে।
আরও পড়ুন: স্বস্তি! খুলছে শপিং মল-রেস্তোরাঁ-হোটেল, লকডাউন কেবল কনটেনমেন্ট জোনে
* ১ জুন থেকে খুলবে ধর্মীয় স্থান। ১০ জনের বেশি ঢুকতে পারবেন না
* ১ জুন থেকে প্রতি ইউনিটে ৩৫ জন কর্মী নিয়ে ইন্ডোর ও আউটডোর টিভি, ফিল্ম শ্য়ুটিং করা যাবে
* ৮ জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলবে সরকারি অফিস
* ৮ জুন থেকে খুলবে বেসরকারি অফিস, কত সংখ্য়ক কর্মী নিয়ে কাজ হবে, তা ঠিক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ওয়ার্ক ফর্ম হোমের পরামর্শ
* ৮ জুন থেকে খুলবে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ
নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব ও প্রয়োজনীয় স্বাস্থ্য় বিধি মেনে চলতে হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন