Advertisment

West Bengal Madhyamik Result 2024 Toppers List: মাধ্যমিকে সেরার সেরা হয়ে বাংলায় প্রথম চন্দ্রচূড়, কৃতী ছাত্রের ভবিষ্যত লক্ষ্য জানেন?

WB Madhyamik Result 2024 Updates: প্রকাশিত এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবছরের মাধ্যমিকের ফল অন্যান্য ওয়েবসাইটগুলি ছাড়াও wbbse.wb.gov.in এবং wbresults.nic.in — education.indianexpress.com-এ জানা যাবে। লগ ইন করতে এবং পড়ুয়াদের ফলাফল জানতে পরীক্ষার্থীদের রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করতে হবে। Education.indianexpress.com-এ মাধ্যমিকের ফলাফল ২০২৪ চেক এবং ডাউনলোড করতে, শিক্ষার্থীদের প্রথমে তাদের যোগাযোগ নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
WB Madhyamik Result 2024, West Bengal Madhyamik Result 2024 Toppers List, Chandrachur Sen, মাধ্যমিক পরীক্ষার ফল, মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন

West Bengal Madhyamik Result 2024 Toppers: মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন।

West Bengal 10th Result 2024: প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের (Cooch Behar) রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন (Chandrachur Sen), তাঁর প্রাপ্ত নম্বর, ৬৯৩। এমন নজিরবিহীন ফল যে করতে পারবেন তা আগে ভেবেছিলেন? ফল বেরনোর পর তাঁর প্রথম প্রতিক্রিয়াটাই বা কী? ভবিষ্যতে কী নিয়ে এগোতে চায় কৃতী এই ছাত্র? সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপটে সব জানালেন এই পড়ুয়া।

Advertisment

মাধ্যমিকে এবারও নজিরবিহীন ফল জেলার। প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। কৃতী এই পড়ুয়ার কথায়, "আমি মেডিক্যাল লাইনে পড়াশোনা করতে চাই। চিকিৎসক হওয়াই আমার লক্ষ্য। ভালো রেজাল্টের কৃতিত্ব বাবা-মা শিক্ষক-শিক্ষিকাদেরও দিতে চাই। আরও পথ চলা বাকি। এর জন্য নিজেকে প্রস্তুত করাই লক্ষ্য। প্রথম পাঁচে থাকব এটা ভেবেছিলাম।"

আরও পড়ুন- West Bengal Madhyamik Result 2024 Live Updates: মাধ্যমিকে এবারও ফাটাফাটি ফল জেলার! গতবারের চেয়ে আরও বাড়ল পাশের হার

এবছর মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ৯৮.৮৬ শতাংশ নম্বর ঝুলিতে পুরে এবারের মাধ্যমিকে দ্বিতীয় সাম্যপ্রিয়। অন্যদিকে মাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছেন তিনজন।

তৃতীয় হয়েছেন দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়ন প্রসাদ ও বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রাডেটেড গর্ভনমেন্ট স্কুলের ছাত্রী পুষ্পিতা বাসুরি। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নৈঋতরঞ্জন পাল। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৯১।

Cooch Behar Board Exam Madhyamik Result 2024 board result
Advertisment