/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Madhyamik-Toppers.jpg)
West Bengal 10th Result 2024: মাধ্যমিকে আবারও সাড়াজাগানো ফল জেলার।
WB Board Madhyamik Result 2024: মাধ্যমিকে আবারও সাড়াজাগানো ফল জেলাগুলির। এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থান পেয়েছেন মোট ৫৭ জন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেরা পড়ুয়ারা জায়গা করে নিয়েছেন মেধাতালিকায়। মেধাতিলাকায় এবার সবচেয়ে বেশি সফলতা দক্ষিণ ২৪ পরগনার জেলার।
এবারের মাধ্যমিকে দুরন্ত (Madhyamik Results 2024) ফল জেলার স্কুলগুলির। দক্ষিণ ২৪ পরগনা থেকে মেধাতালিকায় সবচেয়ে বেশি পড়ুয়া জায়গা করে নিয়েছেন। এই জেলা থেকে এবারের প্রথম দশে রয়েছেন ৮ জন। দক্ষিণ ২৪ পরগনার পরেই রয়েছে দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের স্থান। মেধাতালিকায় এই জেলাগুলি থেকে ৭ জন করে কৃতী রয়েছেন।
একইভাবে বাঁকুড়া থেকে মেধাতিলাকায় ৪ জন, মালদা থেকেও ৪ জন এবং পশ্চিম মেদিনীপুর থেকেও প্রথম দশে রয়েছে ৪ পড়ুয়া। বীরভূম থেকে মেধাতালিকায় রয়েছেন ৩ জন, উত্তর ২৪ পরগনা জেলা থেকে স্থান ২ কৃতীর। কোচবিহার থেকেই এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন চন্দ্রচূড় সেন (Chandrachur Sen)। তিনি ছাড়াও এই জেলা থেকে আরও এক কৃতী মেধাতালিকায় স্থান পেয়েছেন।
অন্যদিকে, হুগলি ও নদিয়া থেকে মাধ্যমিকের মেধাতালিকায় রয়েছেন ২ জন করে পড়ুয়া। হাওড়া, জাড়গ্রাম, কলকাতা, পুরুলিয়া, উত্তর দিনাজপুর থেকে ১ জন করে কৃতী মাধ্যমিকে সেরা দশে স্থান পেয়েছেন।