Advertisment

Narendrapur Ramkrishna Mission's Madhyamik Toppers: মাধ্যমিকের মেধা তালিকায় এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, প্রথম দশের পাঁচই এই স্কুলের

WB Madhyamik Result 2024: এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ৮ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Madhyamik Result Narendrapur Ramkrishna Mossion topers, মাধ্যমিকের মেধা তালিকায় এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার

Madhyamik Result: বাংলার শিক্ষা ক্ষেত্রে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অবদান অনস্বীকার্য।

West Bengal 10th Result 2024 Narendrapur Ramkrishna Mission: মাধ্যমিকে দুরন্ত ফলাফলের রেকর্ড ধরে রাখল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশের মধ্যে পাঁচজন কৃতীই এই বিদ্যালয়ের।

Advertisment

বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায় জানান, এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন ও উত্তর দিনাজপুরের ১ জন।

আরও পড়ুন- West Bengal Madhyamik Result 2024 Toppers List: মাধ্যমিকে সেরার সেরা হয়ে বাংলায় প্রথম চন্দ্রচূড়, কৃতী ছাত্রের ভবিষ্যত লক্ষ্য জানেন?

মাধ্যমিকের মেধা তালিকায় আবার জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের পাঁচ পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তাঁর দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়। সেটাও সাফল্যের কারণ।

একনজরে মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কারা?

  • নৈরিত রঞ্জন পাল (৬৯১)- তৃতীয়
  • অলিভ গায়েন (৬৮৮)- ষষ্ঠ
  • আলেখ্য মাইতি (৬৮৭)- সপ্তম
  • ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত (৬৮৫)-নবম
  • শুভ্রকান্তি জানা (৬৮৪)- দশম

এছাড়াও দক্ষিণ ২৪ পরগনারই সোনারপুরের সারদা বিদ্যাপীঠ থেকে দুই পরীক্ষার্থী এবারের মাধ্যমিকের মেধা তালিকায় ঠাঁই পেয়েছে।

  • সন্দীপন মান্না (৬৮৬)- অষ্টম
  • ঈশান বিশ্বাস (৬৮৫)-নবম

আরও পড়ুন- West Bengal Madhyamik Result 2024 Toppers List: মাধ্যমিকে অবিশ্বাস্য ফল জেলার, আপনার জেলায় সেরার সেরা কারা? সবচেয়ে বেশি কৃতী কোন জেলার?

আরও পড়ুন- West Bengal Madhyamik Result 2024 Live Updates: এবারের মাধ্যমিকে ঐতিহাসিক রেকর্ড! যারপরনাই খুশিতে ডগমগ পর্ষদ

madhyamik result Narendrapur Mission Madhyamik Result 2024
Advertisment