Advertisment

Swapan Debnath: 'শ্রমিকের 'শ' না বুঝে শ্রমিক নেতা', ঋতব্রতকে মঞ্চে বসিয়ে রেখেই কটাক্ষ মন্ত্রী স্বপন দেবনাথের

Swapan Debnath: মন্ত্রী স্বপন দেবনাথের এই কটাক্ষ নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশ্য কিছু বলেননি। উল্টে তিনি মুখে কুলুপ আঁটেন।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Swapan Debnath: শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মন্ত্রী স্বপন দেবনাথের

Swapan Debnath: শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মন্ত্রী স্বপন দেবনাথের

Swapan Debnath: একেই বোধহয় বলে নিমন্ত্রণের অছিলায় ডেকে এনে অপমান। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে অধিষ্ঠিত রেখেই সংগঠন নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বললেন, ’শ্রমিকের ' শ' ও বুঝি না, শ্রমিকনেতা হয়ে গেলাম।’ রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথের এই বক্তব্যই এখন তৃণমূল শিবিরে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

Advertisment

বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে জেলা INTTUC-র উদ্যোগে মিলনোৎসব অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও মন্ত্রী স্বপন দেবনাথ, সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার-সহ সংগঠনের ব্লক নেতারাও উপস্থিত থাকেন। 

উৎসবের ওই মঞ্চে বক্তব্য রাখতে উঠে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “মমতাদি কী কী প্রকল্প করলেন তা মঞ্চে থেকে বললাম না। শুধু সভাপতি, সম্পাদক নিয়ে আলোচনা। আবার এ-ও দেখছি শ্রমিকের 'শ' না বুঝেও শ্রমিক নেতা হয়ে যাচ্ছে। মাস্টার শ্রমিক নেতা হয়ে যাচ্ছে তা-ও দেখছি। শ্রমের সঙ্গে যুক্ত মানুষ শ্রমিকনেতা হবে এটাই স্বাভাবিক। সবক্ষেত্রে অবশ্য হয় না। কিছু ছাড় দিতেই হয়।“

আরও পড়ুন এ কী বললেন তৃণমূল নেত্রী? প্রকাশ্যে অপরাজিতা বিলের বিরোধিতা, তুমুল শোরগোল

Advertisment

মন্ত্রী স্বপন দেবনাথের এই কটাক্ষ নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশ্য কিছু বলেননি। উল্টে তিনি মুখে কুলুপ আঁটেন। এ নিয়ে জেলা বিজেপির এক নেতা বলেন, “ঋতব্রত হলেন মার্কসবাদী তৃণমূল নেতা। তাই ধুরন্ধর রাজনীতিবিদ্ স্বপন দেবনাথ খুব বুদ্ধিমত্তার সঙ্গেই সর্বসমক্ষে এদিন ঋতব্রতকে  
কটাক্ষে বিঁধেছেন।“

INTTUC Swapan Debnath West Bengal
Advertisment