West Bengal Weather Rain Monsoon: বর্ষা ঢুকে গিয়েছে বাংলায়। সকাল থেকে রোদ, আবার কখনও কালো মেঘে ঢাকছে আকাশ। তবে সপ্তাহের শুরুতে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (weather office)।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘন্টার মধ্যে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, বাংলায় লোকাল ট্রেন ফের শুরুর আবেদন রেলের, সিদ্ধান্ত আজই?
বর্ষার বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদায়ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতা শহর ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকেও কয়েকটি জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৬৬ শতাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন