Advertisment

West Bengal News Live: সন্দীপ ঘোষদের জামিন, ফের পথে ক্ষুব্ধ ডাক্তাররা, মিছিলে নির্যাতিতার বাবা-মা, আন্দোলনে SFI

West Bengal News Live Updates Today 14 Dec, 2024:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in West bengal Live: গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Live Updates:গতকাল শিয়ালদহ আদালতে CBI আইনজীবী সওয়ালে জানান, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তাঁদের নতুন করে কোনও আবেদন করার নেই। আরজি কর (RG Kar) হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে এই দু'জনের নাম জড়ালেও ৯০ দিনেও এদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি CBI। সময়ের মধ্যে চার্জশিট দিতে না পারায় শুক্রবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন শিয়ালদহ অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। "আমরা খুবই আশাহত! সিবিআই ৯০ দিনেও চার্জশিট দিতে পারল না!" প্রতিক্রিয়া আরজি করের নির্যাতিতার মায়ের।

Advertisment

অন্যদিকে, স্কুলের নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে ED-র মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে সেই জামিন মিলবে আগামী ১ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট করে দিয়েছে এই সময়ের মধ্যে কলকাতায় বিচার ভবনের বিশেষ আদালতকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে ফেলতে হবে। যাঁরা পার্থর থেকে বিপদের আশঙ্কা করছেন তাঁদের স্বাক্ষ্যগ্রহণেরকাজটাও শেষ করে ফেলতে হবে এই সময়ের মধ্যেই। বিশেষ আদালতকে এবার শীতের ছুটির আগে কিংবা ৩১ ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করে ফেলতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই-এর দায়ের করা মামলা কিন্তু চলছে।

এদিক, এক সপ্তাহের ব্যবধানে ফের ফাঁসির সাজা রাজ্যে। সপ্তাহখানেক আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় দোষীকে ফাঁসির সাজা দিয়েছিল বারুইপুর আদালত। এবার মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনার ৬১ দিনের মাথায় দোষী দীনবন্ধু হালদারের ফাঁসি এবং তার সঙ্গে থাকা আর এক দোষী শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জঙ্গিপুরের আদালত। এক সপ্তাহের ব্যবধানে দুই নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় দু'মাসের মাথায় দোষী সাব্যস্ত করে সাজা শোনালো দুই আদালত।

  • Dec 14, 2024 16:15 IST

    West Bengal News Live: কলকাতার দিকে দিকে প্রতিবাদ

    আরজিকর কাণ্ডে তদন্তের নামে প্রহসন চলছে বলে অভিযোগ ক্ষুব্ধ জুনিয়প ডাক্তারদের। প্রতিবাদে আজ কলকাতায় ফের মিছিল চিকিৎসকদের একটি বড় অংশের। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিন নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের। কেন্দ্রীয় সংস্থার তদন্তেও প্রশ্ন তুলে ফের পথে জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে সামিল আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা। করুণাময়ী থেকে সল্টলেক সিজিও কমপ্লেক্স অভিযানে চিকিৎসকরা। উল্টোদিকে, সন্দীপ ঘোষদের জামিনের প্রতিবাদে পথে বাম ছাত্র সংগঠন এসএফআই। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে।
     কলেজ স্ট্রিটে এসএফআই'র বিক্ষোভ কর্মসূচী।



  • Dec 14, 2024 14:35 IST

    West Bengal News Live:কংগ্রেসের নিজাম প্যালেস অভিযানে ধুন্ধুমার

    ৯০ দিনের মধ্যেও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। গতকাল শিয়ালদহ আদালত জামিনে মুক্তি দিয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে। আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সন্দীপ ঘোষস অভিজিৎ মন্ডলদের জামিনের প্রতিবাদে আজ কলকাতায় সিবিআই দপ্তর ঘেরাও অভিযানে কংগ্রেস। নিজাম প্যালেস অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড বেধে যায়। পুলিশ কর্মীদের সঙ্গে কংগ্রেসের কর্মী-সমর্থকদের রীতিমতো খন্ডযুদ্ধ বাধে। রাস্তায় বসে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী-সমর্থকরা।



  • Advertisment
  • Dec 14, 2024 13:27 IST

    West Bengal News Live:বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন হাসিনা

    বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সে দেশের ক্ষতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। "জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতাবিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন- নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে জামাতে ইসলামীসহ ১৯৭১-এর পরাজিত শক্তিকে পুনর্বাসন করছে। পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারকচিহ্ন ধ্বংস করেছে। প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করছে।" হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ এক্স হ্যান্ডলে তাঁর মায়ের এই মন্তব্যগুলি পোস্ট করেছেন।  

     



  • Dec 14, 2024 10:38 IST

    West Bengal News Live: পুলিশের জালে মহিলা খুনে সন্দেহভাজন

    দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকায় শুক্রবার সকালে এক মহিলার কাটা মুন্ডু উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চঞ্চল ছড়িয়ে পড়ে। গতকাল রাতেই ওই মহিলার পরিচয় জানা যায়। গল্ফগ্রিনের ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরেই মগরাহাটের বাসিন্দা আতিকুর লস্কর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত মহিলার নাম খাদিজা বিবি। মগরাহাটের রাধানগর গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। খাদিজার শ্বশুরবাড়ি এলাকারই বাসিন্দা আতিকুর।



  • Dec 14, 2024 09:51 IST

    West Bengal News Live: জেলেই অনশনে একদা মাওবাদী অর্ণব

    অসুস্থ মা-কে দেখতে যেতে যাওয়ার আবেদন মঞ্জুর করেনি কারা দফতর। তাই এবার অনশন শুরু করেছেন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একদ মাওবাদী নেতা অর্ণব দাম (Arnab Dam)। একটি পোস্টার বুকে ও পেটে লাগিয়ে বুধবার রাত থেকে তিনি বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে ঘুরে বেড়াচ্ছেন। পোস্টারে  "বিপদে আমি না যেন করি ভয়/করিতে পারি জয়" - এই কথা লেখা আছে বলে জানা গিয়েছে। অর্ণব দামের অনশন শুরু নিয়ে কারা দপ্তরকে রিপোর্ট পাঠিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ। 

    বিস্তারিত পড়ুন- Arnab Dam: অসুস্থ মাকে দেখতে যেতে প্যারোলে ছুটি মিলছে না, জেলেই অনশনে একদা মাওবাদী অর্ণব



  • Dec 14, 2024 09:16 IST

    West Bengal News Live: নিম্নচাপে শীতের দফারফা?

    অন্তত এখনও পর্যন্ত তেমন কোনও আশঙ্কা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। তবে সেটি নিম্নচাপে পরিণত হলেও তার অভিমুখ থাকবে তামিলনাড়ুর উপকূলের দিকে। পশ্চিমবঙ্গে সেই নিম্নচাপের সরাসরি বা পরোক্ষ কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে। একাধিক জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। তাপমাত্রায় উত্তরবঙ্গকে (North Bengal) রীতিমতো টেক্কা দিচ্ছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি। এরই মধ্যে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather:জাঁকিয়ে ঠান্ডা, একাধিক জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি, বঙ্গোপসাগরের নিম্নচাপে শীতের দফারফা?



  • Dec 14, 2024 08:38 IST

    West Bengal News Live: সন্দীপদের জামিন, প্রতিবাদে ফের পথে ডাক্তাররা

    আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্যপ্রমাণ  লোপাট সহ একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই একই অভিযোগ ছিল টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধেও। তবে এই দুই অভিযুক্তের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। গতকাল তাদের জামিন দিয়েছে শিয়ালদহ আদালত। আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে ফের পথে নামছেন চিকিৎসকরা। শনিবার দুপুরে সিবিআই দপ্তর অভিযান থেকে শুরু করে ধর্মতলার সমাবেশ কর্মসূচি রয়েছে সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশের।



partha chatterjee Bangla News news of west bengal RG Kar Medical College news in west bengal West Bengal News RG Kar Case sandip ghosh Bengali News Today
Advertisment