West Bengal Weather Update 14 December: জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে। একাধিক জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। তাপমাত্রায় উত্তরবঙ্গকে (North Bengal) রীতিমতো টেক্কা দিচ্ছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি। এরই মধ্যে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। জাঁকিয়ে ঠান্ডার মধ্যেই এবার কি ঝেঁপে বৃষ্টি? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
নিম্নচাপে শীতের দফারফা?
অন্তত এখনও পর্যন্ত তেমন কোনও আশঙ্কা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। তবে সেটি নিম্নচাপে পরিণত হলেও তার অভিমুখ থাকবে তামিলনাড়ুর উপকূলের দিকে। পশ্চিমবঙ্গে সেই নিম্নচাপের সরাসরি বা পরোক্ষ কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
শৈত্যপ্রবাহের সর্তকতা :
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের (Cold Wave) সর্তকতা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা। এছাড়াও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও জমাটি শীতের পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। ব্যাপক ঠান্ডা দার্জিলিং, কালিম্পঙে। জমাটি মজায় পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। শীত পড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্তের নজরকাড়া সব পর্যটনকেন্দ্রগুলিতে পাড়ি জমাচ্ছে কাতারে কাতারে পর্যটক।
কুয়াশার দাপট থাকবে
জাঁকিয়ে ঠান্ডার মধ্যেই বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling)-এর পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট থাকবে আগামী কয়েকদিন।
আরও পড়ুন- Barasat News: পুলিশ যেতেই মাথায় দায়ের কোপ, ভয়ঙ্কর কাণ্ড বারাসতে!
কলকাতা আজ ১৪ ডিগ্রি
শনিবার কলকাতা শহরের পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। সপ্তাহ শেষে জাঁকিয়ে শীত তিলোত্তমা মহানগরীতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন ১৫ ডিগ্রির নিচেই থাকবে মহানগরীর তাপমাত্রা। আগামী সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে শীতের অনুভূতি বিশেষ কমবে না।