West Bengal News Highlights: বাংলায় NRC চালুর দাবি, ভুয়ো ভোটার কাণ্ডে বোমা ফাটালেন শুভেন্দু

West Bengal News Updates Today 23 Feb, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Suvendu Adhikari, Mamata Banerjee, bjp,tmc,west bengal news,শুভেন্দু অধিকারী,বিজেপি,তৃণমূল,মমতা বন্দ্যোপাধ্যায়

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

Latest West Bengal News Updates: ভুয়ো ভোটার কাণ্ডে NRC চালুর দাবিতে সবকটি রাজনৈতিক দলের কাছে আবেদন জানালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় একের পর এক ভুয়ো ভোটারের সন্ধান মিলছে। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। দক্ষিণ বঙ্গের ভোটার তালিকায় নাম রয়েছে উত্তরের ভোটারের। চম্পাহাটিতে ভুতুড়ে ভোটার নিয়ে জল্পনা যখন জোরালো হচ্ছে তখনই অন্যান্য একাধিক বিজেপি শাসিত রাজ্যে এনআরসির উদাহরণ টেনে বাংলাতেও এনআরসির দাবিতে সোচ্চার হন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'সমস্ত দল মিলে এনআরসি-র দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই ভোটার লিস্টে নাম উঠবে। আধার কার্ড থাকবে। এনআরসি করে কে ভারতীয় নাগরিক আর কে নয় তা চিহ্নিত করে দিই'। 

Advertisment

২৭ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্যস্তরের বৈঠক। ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু এই বৈঠক থেকেই বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। নেতাজি ইন্ডোরে বৈঠক শুরু হবে সকাল ১১ টায়। মমতা-অভিষেকের পাশাপাশি শাসক দলের একাধিক নেতা বৈঠকে হাজির থাকবেন। দলের রদবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে। এই মেগা বৈঠক থেকেই দলনেত্রী আগামী এক বছর দলের রণকৌশল কী হবে তা যেমন তিনি ঠিক করে দেবে তেমনই জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস কোন পথে চলবেন তাও ঠিক করবেন বলেই দলীয় সূত্রে খবর।

'একতার মহাকুম্ভ', বিরোধীদের নিশানা করে প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ নিয়ে বিরাট বার্তা প্রধানমন্ত্রী মোদীর। দিন কয়েক আগেই বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে নিশানা করেন। এবার মমতার বক্তব্যের পালটা এদিন সুর চড়িয়েছে মোদী।

Advertisment

২ কোটি ৬১ লক্ষ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার হাওড়ায়। ডাউন পাটনা-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর কাছ থেকে উদ্ধার এই বিপূল পরিমাণ টাকা। গতকাল আরপিএফ সুনির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে ওই ট্রেনে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় এক যাত্রীকে দেখে সন্দেহ হয় আরপিএফ আধিকারিকদের। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি টাকা। যার দাম ভারতীয় মুদ্রায় ২ কোটি ৬১ লক্ষ টাকা। 

টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল বসিরহাটের বাদুড়িয়ায়। পাশাপাশি বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন কর্মীরা। শনিবার ২২ ফেব্রুয়ারি সকালে বাদুড়িয়ার ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। 

 

 

 

  • Feb 23, 2025 18:06 IST

    West Bengal News Live: চেন্নাইয়ে মর্মান্তিক মৃত্যু বাংলার যুবকের

    ভিনরাজ্যে কাজে গিয়ে আর ফেরা হল না বাংলার যুবকের। চেন্নাইয়ে মর্মান্তিক মৃত্যু বীরভূমের নানুরের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের। মাটি কাটার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এদিকে বাড়ির ছেলের মৃত্যুর খবর পৌঁছতেই নানুর থানার ন'নগর কড্ডা গ্রাম পঞ্চায়েতের শেরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম রিন্টু শেখ। বয়স ৩২ বছর। 



  • Feb 23, 2025 17:57 IST

    West Bengal News Live: তৃণমূলের মেগা বৈঠক, দিনক্ষণ চূড়ান্ত, ২৬-এর নির্বাচনের লক্ষ্যে বড় পদক্ষেপ মমতার

    ২৭ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্যস্তরের বৈঠক। ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু এই বৈঠক থেকেই বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। নেতাজি ইন্ডোরে বৈঠক শুরু হবে সকাল ১১ টায়। মমতা-অভিষেকের পাশাপাশি শাসক দলের একাধিক নেতা বৈঠকে হাজির থাকবেন। দলের রদবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে। এই মেগা বৈঠক থেকেই দলনেত্রী আগামী এক বছর দলের রণকৌশল কী হবে তা যেমন তিনি ঠিক করে দেবে তেমনই জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস কোন পথে চলবেন তাও ঠিক করবেন বলেই দলীয় সূত্রে খবর।



  • Feb 23, 2025 17:44 IST

    West Bengal News Live: বাংলায় NRC চালুর দাবি, বোমা ফাটালেন শুভেন্দু

    ভুয়ো ভোটার কাণ্ডে NRC চালুর দাবিতে সবকটি রাজনৈতিক দলের কাছে আবেদন জানালেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় একের পর এক ভুয়ো ভোটারের সন্ধান মিলছে। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। দক্ষিণ বঙ্গের ভোটার তালিকায় নাম রয়েছে উত্তরের ভোটারের। চম্পাহাটিতে ভুতুড়ে ভোটার নিয়ে জল্পনা যখন জোরালো হচ্ছে তখনই অন্যান্য একাধিক বিজেপি শাসিত রাজ্যে এনআরসির উদাহরণ টেনে বাংলাতেও এনআরসির দাবিতে সোচ্চার হন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এপ্রসঙ্গে তিনি উত্তরাখন্ড, গুজরাট, মহারাষ্ট্রের উদাহরণ টেনে আনেন। অপর দিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিশ্বস্ত সূত্র মারফত খবর বাংলায় তৃণমূল ৩৫-৪০ লক্ষ ভুয়ো ভোটার তৈরি করেছে।  



  • Feb 23, 2025 16:43 IST

    West Bengal News Live: ছিনতাইয়ের ঘটনায় দম্পতির চোখে মুখে আতঙ্কের ছাপ

    'কলকাতার অবস্থা বিশাল খারাপ' , শহর ছাড়ার ভাবনা দম্পতির।' কলকাতায় থাকা আর কোন ভাবেই নিরাপদ নয়'।  হার ছিনতাইয়ের ঘটনায় শহরের আইন শৃঙ্খলা নিয়ে ফের দেখা দিল বড়সড় প্রশ্ন।  বাইক দাঁড় করিয়ে মহিলার গলার হার ছিনতাই। দমদম, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার ঢাকুরিয়া। বিকেল বেলা বাড়ির একেবারে সামনেই প্রকাশ্যে হার ছিনতাইয়ের ঘটনায় দম্পতির চোখে মুখে আতঙ্কের ছাপ। পুলিশের ভুমিকা নিয়েও উঠল প্রশ্ন। অভিযোগকারিণী মহিলার অভিযোগ, পিছনে কোন বড় মাথার হাত না থাকলে এই কাজ করা কার্যত অসম্ভব। 



  • Feb 23, 2025 16:19 IST

    West Bengal News Live: সুন্দরবনে ফের বাঘ দর্শন

    সুন্দরবনে ফের বাঘ দর্শন । বারুইপুর থেকে ১৮ জনের পর্যটক দল কুলতলীর কৈখালী থেকে পাস নিয়ে সুন্দরবনে বনিক্যাম্প সংলগ্ন এলাকা আজমলমারী জঙ্গল সংলগ্ন বেনিফিলিতে বেড়াতে আসেন। নদীতে লঞ্চে চড়ে তাঁরা ঘুরছিলেন। পর্যটকের ক্যামেরায় বন্দি হল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। বাঘ দর্শনে বেজায় খুশি পর্যটকদল। 

    Tiger at sundarban
    সুন্দরবনে ফের বাঘ দর্শন Photograph: (অর্পণ মণ্ডল )

     



  • Feb 23, 2025 16:10 IST

    West Bengal News Live: 'মৃত্যুকুম্ভের' পাল্টা 'একতার মহাকুম্ভ'!

    'একতার মহাকুম্ভ', বিরোধীদের নিশানা করে প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ নিয়ে বিরাট বার্তা প্রধানমন্ত্রী মোদীর। দিন কয়েক আগেই বিধানসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলেও নিশানা করেন। এবার মমতার বক্তব্যের পালটা এদিন সুর চড়িয়েছে মোদী। তিনি বিরোধীদের বিরুদ্ধে বিদেশি শক্তির সমর্থনে দেশ ভাগের চেষ্টার মত ভয়ঙ্কর অভিযোগ সামনে আনেন। আজ মধ্য প্রদেশের এক অনুষ্ঠান থেকে মহাকুম্ভ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, কিছু নেতা ধর্মের নামে উপহাস করছেন। কুম্ভে মৃত্যুমিছিল নিয়ে বিরোধীদের কার্যত এবার একহাতে নিলেন নমো। মোদী বলেন, এই কুম্ভ একতার মহাকুম্ভ।  যা ভারতের ঐক্যকে আরও শক্তিশালী করবে। মোদী তাঁর ভাষণে বিরোধীদের কড়া সমালোচনা করে বলেন, "আমরা দেখছি যে সর্বত্র মহাকুম্ভ নিয়ে আলোচনা হচ্ছে। মহাকুম্ভ এখন শেষের দোড়গোড়ায়। এখন পর্যন্ত কোটি কোটি মানুষ মহাকুম্ভে পবিত্র স্নান সম্পন্ন করেছেন। আমরা যদি এই মহাকুম্ভের দিকে তাকাই, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মনে হয় এটি ঐক্যের মহাকুম্ভ।" 



  • Feb 23, 2025 15:08 IST

    West Bengal News Live: মর্মান্তিক মৃত্যু ভিলেজ পুলিশের

    সাতসকালে বাজারে বেরিয়ে গাড়ি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ভিলেজ পুলিশের। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গা গোবিন্দপুর এলাকার ভিলেজ পুলিশ অর্জুন জানা। সকালে স্থানীয় বাজার থেকে বাজার করে মোটর সাইকেলে বাড়িতে ফিরছিল। হঠাৎ করে পিছন থেকে একটি চারচাকা গাড়ি এসে সম্পূর্ণ পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়, যদিও স্থানীয় লোকজন তাড়াতাড়ি মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, খবর পেয়ে পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মৃত ভিলেজ পুলিশের স্ত্রী বাবা, মা,  ভাই,  ১০ বছরের সন্তান রয়েছে। 



  • Feb 23, 2025 14:48 IST

    West Bengal News Live: প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে দাপাদাপি বারুইপুরে

    কাশি ড্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা। আর এই ঝামেলার পরেই প্রকাশ্যে বন্দুক বার করে প্রাণে মারার হুমকি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। রবিবার সকাল ৯টা নাগাদ বারুইপুর মল্লিকপুর সুভাস গ্রামের পাঁচঘড়াতে মিন্টু ঘড়ামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল। তখনই তার প্রতিবেশী বশির ঘরামি এসে ড্রেনের কাজে বাধা দেয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজি এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ার কিছুক্ষণ পরেই বসির ঢালির জামাই প্রকাশ্যে একটি বড় বন্দুক নিয়ে মন্টু ঘরামির উপর চড়াও হয়। তাকে প্রাণে মারার হুমকি দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।



  • Feb 23, 2025 13:14 IST

    West Bengal News Live: টাকার বিনিময়ে পদ! বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার বাদুড়িয়ায়

    টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল বাদুড়িয়ায়। পাশাপাশি বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন কর্মীরা। শনিবার ২২ ফেব্রুয়ারি সকালে বাদুড়িয়ার ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। 

     



  • Feb 23, 2025 12:32 IST

    West Bengal News Live: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বন্ধ হয়ে গেল প্রেসিডেন্সির ফেস্ট

    শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল পরিস্থিতি। যার জেরে ভণ্ডুল হয়ে গেল ফেস্ট। শিল্পীদের ডেকে নিয়ে এসেও মাঝপথে বন্ধ হয়ে গেল অনুষ্ঠান। ফেস্টের অনুষ্ঠান চলাকালীনই বেনজির ঘটনা ঘটে। মঞ্চে উঠে অনুষ্ঠান থামিয়ে দেন একদল ছাত্রী। ঘটনার নেপথ্যে উঠে আসছে দুই ছাত্র সংগঠন আইসি এবং এসএফআইয়ের সংঘাত। তুমুল বিবাদে বন্ধ হয়ে গেল ফেস্ট 'আইকন'।



  • Feb 23, 2025 11:36 IST

    West Bengal News Live: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ আজ, বিরাট-রোহিতদের জন্য হোমযজ্ঞ বিধাননগরে

    রবিবার দুপুরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। সেই কারণেই বিধাননগর পৌরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টলেক দত্তাবাদ অঞ্চলের শিবাঙ্গন মন্দিরে চলছে হোম-যজ্ঞ। বিধাননগরের আবাসিকরা জাতীয় পতাকা, ব্যাট-বল সামনে রেখে এই হোম-যজ্ঞের আয়োজন করেছে। শঙ্খ বাজিয়ে স্লোগান দিয়ে ভারতীয় ক্রিকেট টিমের জন্য প্রার্থনা। আজ ভারত এই ম্যাচে জিতবে তাঁরা পুরোপুরি আশাবাদী।



  • Feb 23, 2025 11:28 IST

    West Bengal News Live: ৭ মাস পার, এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট পাননি অভয়ার মা-বাবা

    আরজি কর কাণ্ডের ৭ মাস পার হয়ে গেছে। কিন্তু এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা-বাবা। এনিয়ে ফের একবার প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। আরজি কর হাসপাতাল সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য় শুক্রবারই স্বাস্থ্য় অধিকর্তাকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এবিষয়ে জানানো হবে।



  • Feb 23, 2025 10:24 IST

    West Bengal News Live: প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি

    জোড়া ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ায় বড় বদল। যার জেরে বসন্তে রাজ্যে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রবিবারও দুর্যোগের ঘনঘটা থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সঙ্গে প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আজ ও সোমবার বাংলার জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে জেনে নিন।



  • Feb 23, 2025 09:59 IST

    West Bengal News Live: বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় আগুন, আতঙ্কে যাত্রীরা

    দুর্ঘটনার কবলে বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেস। শনিবার রাতে এক্সপ্রেস ট্রেনের একটি সংরক্ষিত কামরায় আগুন লেগে যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চালকের কাছে খবর যেতেই তিনি ট্রেন থামিয়ে দেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরা। ওই কামরাটি দ্রুত খালি করে দেওয়া হয়। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

     



  • Feb 23, 2025 09:25 IST

    West Bengal News Live: শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ মেচেদায়

    মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা তাঁর ছবিতে জুতোর মালা পরানো হল তাঁরই জেলায়! মেচেদায় শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলায় মমতাকে বিজেপি আক্রমণ করেছিল। এবার মেচেদায় তৃণমূলের পাল্টা বিক্ষোভ। শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে, জুতোপেটা করা হয়। সেই ভিডিও ভাইরাল। মেচেদার শান্তিপুরে তৃণমূলের পথসভা এবং শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয়। পাল্টা শুভেন্দু বলেছেন, ‘আমার গলায় জুতোর মালা পরিয়েছে তৃণমূলের মুসলমানগুলো। সেই ছবিটা ভাল করে যদি পারেন দেখান। যত দেখাবে, একদম সাফ হয়ে যাবে।’



  • Feb 23, 2025 09:03 IST

    West Bengal News Live: মাটির তলা থেকে বেরোচ্ছে গ্যাস এবং আগুন, ব্যাপক আতঙ্ক পূর্ব বর্ধমানের গ্রামে

    পরিশ্রুত পানীয় জল সরবরারের জন্য তৈরি হচ্ছিল গভীর নলকূপ। তার জন্য মাটির নিচে প্রায় ২৯০ ফুট গভীর পর্যন্ত পাইপ পোঁতা হয়ে গেলেও মেলে না জল। পরিবর্তে সোঁ-সোঁ শব্দে পাইপ দিয়ে বেরিয়ে আসে গ্যাস আর আগুন। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড়ের দক্ষিণবাটি এলাকার বাসিন্দাদের মধ্যে। তা জানতে পেরে পুলিশ ও দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌছে যায়। জল প্রকল্পের কাজ স্থগিত করে দিয়ে এলাকাটি সংরক্ষিত করে রাখা হয়েছে। এমনটা হওয়ার কী কারণ তা নিশ্চিত হতে ব্লকের বিডিও অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে (ওএনজিসি) খবর দেন। ওএনজিসি’র প্রতিনিধিরা শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌছে পরীক্ষা-নিরীক্ষা চালান।

     



  • Feb 23, 2025 08:49 IST

    West Bengal News Live: ৪ দিন পর হাসপাতাল থেকে ছাড়া হল প্রণয় দে-কে

    প্রায় ৪ দিন পর বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হল ট্যাংরা কাণ্ডে দে পরিবারের বড় ভাই প্রণয় দে-কে। শনিবার রাতে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, সোমবার হাসপাতাল থেকে বাকি ২ জনকে ছাড়া হতে পারে। 

     



  • Feb 23, 2025 08:49 IST

    West Bengal News Live: বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল বরযাত্রীর বাস, নিহত ৪

    বাংলায় ভয়াবহ বাস দুর্ঘটনার বলি ৪। হুড়মুড়িয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে বরযাত্রী বোঝাই বাস। শনিবার বাসন্তী হাইওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনায় চরম চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, বরযাত্রী বোঝাই বাস মালঞ্চের দিক থেকে মিনাখাঁর দিকে আসছিল। একটি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে একটি চায়ের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে বাসটি। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।



  • Feb 23, 2025 08:48 IST

    West Bengal News Live: কৃষ্ণেন্দুনারায়ণকে খুনের হুমকি, গ্রেফতার আরও ১

    D কোম্পানির নাম করে কৃষ্ণেন্দুনারায়ণকে খুনের হুমকির জেরে গ্রেফতার আরও এক জন। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে হুমকির অভিযোগে ধৃত মোট ২। ধৃত ওয়াসিম আক্রম কালিয়াচকের বাসিন্দা। ধৃত শাহাদাত শেখকে সিম কার্ড দিয়েছিল ওয়াসিম, খবর পুলিশ সূত্রে। 

     



West Bengal weather latest news West Bengal News Tangra west bengal latest news