West Bengal Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ায় বড় বদল। যার জেরে বসন্তে রাজ্যে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রবিবারও দুর্যোগের ঘনঘটা থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সঙ্গে প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আজ ও সোমবার বাংলার জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকবে জেনে নিন।
রবিবার কোথায় কোথায় বৃষ্টি?
রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন টানা দু'দিন তুমুল দুর্যোগ বাংলায়, প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবারও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে ভারী তুষারপাত এবং দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
সোমবার কেমন থাকবে আবহাওয়া?
সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। সপ্তাহের প্রথম দিন শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া স্বাভাবিক থাকবে।