West Bengal News Highlights:স্বস্তিতে মিঠুন চক্রবর্তী, 'উসকানিমূলক' মন্তব্য বিতর্কে অভিনেতাকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

West Bengal News Highlights Today 4 March, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in Bengal: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights:আপাতত স্বস্তিতে BJP নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। 'উসকানিমূলক' মন্তব্য বিতর্কে বর্ষীয়ান অভিনেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি। গত বছরের একটি অনুষ্ঠানে অমিত শাহ এসেছিলেন কলকাতায়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তীও। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী এমন বেশ কিছু মন্তব্য করেছিলেন যা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। বিজেপির তারকা নেতার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। মঙ্গলবার হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। সেই মামলায় আপাতত মিঠুন চক্রবর্তীকে স্বস্তি দিল উচ্চ আদালত।

Advertisment

কসবায় একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যুর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একমাত্র ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে নিজের অটো পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন সোমনাথ রায়। বাজারে বেশ কিছু টাকা ধার হয়ে গিয়েছিল তাঁর। প্রাথমিক তদন্তে এমনই বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। মঙ্গলবার সকালে কসবার হালতুর পূর্ব পল্লির বাড়ি থেকে সোমনাথ রায় ,তাঁর স্ত্রী সুমিত্রা রায় এবং একমাত্র ছেলে বছর আড়াইয়ের রুদ্রনীল রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই তিনটি মৃত্যুর নেপথ্যে শুধুমাত্র আর্থিক বিষয় জড়িত ? নাকি এই তিনটি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পানাগড়কাণ্ডে এবার গ্রেফতার করা হল মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি চালক রাজদেও শর্মাকে। পানাগড়ে গাড়ি দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশকে এক একবার এক এক রকম কথা জানিয়েছেন রাজদেও, এমনই দাবি তদন্তকারীদের। এর আগে এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন সাদা গাড়ির মালিক বাবলু যাদব। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িচালক রাজদেও শর্মার বয়ানে অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।

  • Mar 04, 2025 20:04 IST

    West Bengal News Live:'ইঞ্জেকশন' পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত

    নেই প্রত্যাশিত গুণামান। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসি-র পরীক্ষায় ডাহা ফেল করেছে ১৪৪ টি ওষুধের ব্যাচ। এর মধ্যে প্যারাসিটামল,
     অ্যামোক্সিলিন-নরফ্লকসোসিনের মত একাধিক অ্যান্টোবায়োটিক ওষুধ তো রয়েইছে। এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার্স ল্যাকটেটের ১ টি ব্যাচের নাম। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় চলার মাঝেই বিশেষ ব্যাচের কিছু ইঞ্জেকশন পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। 



  • Mar 04, 2025 19:15 IST

    West Bengal News Live:ফোনে দুঃখপ্রকাশ ব্রাত্যের

    যাদবপুর কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজের বাবা অমিত রায়কে ফোন করে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। গোটা ঘটনায় তিনি কষ্ট পাচ্ছেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গতকাল রাত আটটা নাগাদ ফোনে ইন্দ্রাজুনের বাবা অমিত রায়ের সঙ্গে ফোনে কথা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। অমিত রায় দাবি করেছেন, ফোনে শিক্ষামন্ত্রী তাঁকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রী' শনিবারের ঘটে যাওয়া ঘটনায় কষ্ট পাচ্ছেন। অমিত রায় আরও বলেন, "আমরা কারও পদত্যাগ চাই না।" পাশাপাশি ইন্দ্রানুজের বাবা ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রসঙ্গেও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। গোটা বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন তিনি বলেও জানিয়েছেন আহত ছাত্রের বাবা।



  • Advertisment
  • Mar 04, 2025 18:56 IST

    West Bengal News Live:চুপিসারে বিয়ে সারলেন শুভেন্দুর ভাই

    বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথির BJP সাংসদ সৌমেন্দু অধিকারী। গতকাল অর্থাৎ সোমবার অধিকারী বাড়ির ছোট ছেলে সৌমেন্দুর বিয়ে হয়েছে। পাত্রী মহিষাদলের বাসিন্দা সোনাক্ষী অধিকারী। গতকাল সৌমেন্দু অধিকারীর বিয়েতে BJP-র বড়সড় কোনও নেতাই হাজির ছিলেন না। তবে নবদম্পতিকে আশীর্বাদ জানাতে হাজির ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে জেলা বিজেপি নেতৃত্বের বেশ কয়েকজন। তবে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। তা নিয়ে জল্পনাও তৈরি হয়েছে।



  • Mar 04, 2025 16:41 IST

    West Bengal News Live:ধর্ষণের দায়ে যাবজ্জীবন

    নাবালিকাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারুইপুরের ফাস্ট ট্র্যাক সেশন কোর্ট। ২০২১ সালে বারুইপুর থানার কুন্দরালি এলাকায় প্রতিবেশী এক নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে বাবুল ঢালি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। নাবালিকাকে নানা রকম প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করত ওই ব্যক্তি। সেই ছবিও তুলে রাখতো। কাউকে কিছু জানালে ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখাতো। এইভাবে লাগাতার ধর্ষণের ফলে অন্তসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। তখনই বিষয়টা জানাজানি হয়।নাবালিকার পরিবারের তরফে বারুইপুর থানায় অভিযোগ করা হয়। বারুইপুর থানার তৎকালীন সাব ইন্সপেক্টর অরিজিৎ কর্মকার তদন্ত করে বাবুলকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। সেই মামলার সম্প্রতি বাবুলকে দোষী সাব্যস্ত করে বারইপুর আদালত এবং মঙ্গলবার তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক সুব্রত চট্টোপাধ্যায়।



  • Mar 04, 2025 14:32 IST

    West Bengal News Live:উচ্চ মাধ্যমিকে বসল না এই জেলার হাজার-হাজার পরীক্ষার্থী

    গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 'তরুণের স্বপ্ন' প্রকল্পের মাধ্যমে ১০ হাজার করে ট্যাবের টাকা পাওয়ার পরেও পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২০০০ পরীক্ষার্থী বসলই না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০১৬৪ জন। যার মধ্যে ছাত্র রয়েছে ১৩৯১২জন এবং ছাত্রীর সংখ্যা ১৬২৫২ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭১টি।পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা দফতরের তথ্য অনুযায়ী, 'তরুণের স্বপ্ন' প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের ৩২ হাজার ২৪৮ জন ছাত্রছাত্রী। রেজিস্ট্রেশনের পর 'তরুণের স্বপ্ন' প্রকল্পের মাধ্যমে তাদের মাথাপিছু ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। তারপরেও প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় দিতে বসেনি। 

    বিস্তারিত পড়ুন-Higher Secondary Exam 2025: ট্যাবের টাকা নিলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল না এই জেলার হাজার-হাজার পরীক্ষার্থী



  • Mar 04, 2025 14:16 IST

    West Bengal News Live: ২-৩ হাজার মানুষ ঢুকে গেলে কোথায় পালাবে ওরা? যাদবপুর কাণ্ডে বাম ছাত্র সংগঠনকে তোপ সৌগতর

    ২-৩ হাজার মানুষ ঢুকে গেলে কোথায় পালাবে ওরা? যাদবপুর কাণ্ডে বাম ছাত্র সংগঠনকে তোপ সৌগতর। পাশাপাশি শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় ক্ষমা চাওয়া না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। 



  • Mar 04, 2025 13:44 IST

    West Bengal News Live: ভারতের জয়ের কামনায় পুজোর আয়োজন সল্টলেকে

    আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের জয়ের কামনায় পুজোর আয়োজন সল্টলেকে। ভারতীয় পতাকা, ক্রিকেট ব্যাট, উইকেট এবং বিরাট কোহলি, রোহিত শর্মাদের ছবি নিয়ে এদিন বিশেষ পুজোর আয়োজন করা হয়। সকলেই আশাবাদী আজ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ডকাপ ফাইনালের বদলা নেবে ভারত। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নেবে বিরাট কোহলিরা। সবার আশা আজ বিরাটের ব্যাট থেকে আবারও সেঞ্চুরি আসবে।

    India australia semi final
    ভারতের জয়ের কামনায় পুজোর আয়োজন সল্টলেকে

     



  • Mar 04, 2025 13:22 IST

    West Bengal News Live: পানাগড় কান্ডে গ্রেফতার হলেন সুতন্দ্রার গাড়ির চালক

    পানাগড় কান্ডে গ্রেফতার হলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেও শর্মা। এর আগে পানাগড় কান্ডে গ্রেফতার হয়েছিলেন বাবলু যাদব। বারবার বয়ান বদলের জেরে এবার গ্রেফতার হলেন সুতন্দ্রার গাড়ির চালক। মঙ্গলবার সকালে চন্দননগর থেকে গ্রেফতার করে কাঁকসায় নিয়ে যাওয়া হয়। পানাগড় দুর্ঘটনায় চালকের বয়ানে অসঙ্গতি রয়েছে এমন দাবি এর আগেও করেন সুতন্দ্রার মা। কেন বার বার বয়ান বদল? তা তদন্তকারীদের খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি। আজই গাড়ির চালককে আদালতে তোলা হবে। 



  • Mar 04, 2025 13:03 IST

    West Bengal News Live: কোলে তুলে নিলেন, দুধ খাওয়ালেন, সিংহ শাবকের প্রতি প্রধানমন্ত্রী মোদীর ভালোবাসা, ভিডিওটি দেখুন

     

    কোলে তুলে নিলেন, দুধ খাওয়ালেন, সিংহ শাবকের প্রতি প্রধানমন্ত্রী মোদীর ভালোবাসা, ভিডিওটি দেখুন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভান্তরায় বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন। ভানাতারা দুই হাজারেরও বেশি প্রজাতির এবং উদ্ধার করা দেড় লক্ষেরও বেশি বিপন্ন ও বিপন্ন প্রাণীর আবাসস্থল। ভান্তরায় প্রধানমন্ত্রী মোদীর কাটানো সময়ের একটি ভিডিও সামনে এসেছে।


    ভান্তরায়, প্রধানমন্ত্রী মোদীকে এশীয় সিংহ, সাদা সিংহ, মেঘলা চিতা, অন্যান্য প্রজাতির প্রাণীর শাবকদের সাথে সময় কাটাতে দেখা গেছে।  সিংহ শাবকদেরও খাওয়াতেও দেখা গিয়েছে মোদীকে। প্রধানমন্ত্রী মোদী যে সাদা সিংহ শাবকটিকে খাইয়েছেন, তার জন্ম ভান্তরায়। তার মাকে উদ্ধার করে ভানাতারায় আনা হয়েছিল। 



  • Mar 04, 2025 12:50 IST

    West Bengal News Live: খাস কলকাতায় উদ্ধার হাজার হাজার ভুয়ো সিম কার্ড

    সিম কার্ড জালিয়াতির তদন্তে দফায় দফায় অভিযান। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার দুর্দান্ত অভিযানে আটক ১০। উদ্ধার করা হয়েছে হাজার হাজার সিম কার্ড। ৯টি বায়োমেট্রিক মেশিন। জানা গিয়েছে অভিযুক্তরা জাল সিম কার্ড উচ্চমূল্যে বিক্রি করত।  



  • Mar 04, 2025 11:32 IST

    West Bengal News Live: আজও বাজারে ধস, কোটি কোটির লোকসান বিনিয়োগকারীদের

    ট্রাম্পের শুল্কের হুমকির জের। আজও বাজারে ধসে পড়েছে। ৩৫০ পয়েন্টের বেশি কমেছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স । ২২,০০০-এর নিচে নামল নিফটির সূচক। সকাল ৯.৩০ মিনিট নাগাদ সেনসেক্স ৩৬৩.২২ পয়েন্ট বা ০.৫০ শতাংশ কমে ৭২,৭২২.৭২ এ লেনদেন করছিল, যেখানে নিফটি ১২৫.৮০ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে ২১,৯৯৩.৫০ এ লেনদেন করছিল। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছড়িয়ে দেওয়া অনিশ্চয়তা বিশ্ব বাণিজ্যে ক্রমশ প্রভাব ফেলছে।


    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কানাডা এবং মেক্সিকোর উপর ২৫% শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে। তিনি চিনের উপর শুল্ক ১০% থেকে বাড়িয়ে ২০% করেছেন। এর ফলে সোমবার মার্কিন শেয়ার বাজারে ব্যাপক পতন ঘটে। এর প্রভাব আজ ভারত ও এশিয়ার অন্যান্য বাজারে দেখা যায়।  রিলায়েন্স এবং আইটি কোম্পানির শেয়ারের দাম হুহু করে কমেছে। সকাল ৯:২০ মিনিটে, সেনসেক্স ৩৮৬ পয়েন্ট বা ০.৫৩% কমে ৭২,৬৬৫ এ দাঁড়িয়েছে। নিফটি ৫০ও ১৪৫ পয়েন্ট বা ০.৬৬% কমে ২১,৯৭৪ এ নেমেছে।



  • Mar 04, 2025 11:05 IST

    West Bengal News Live: ১৪৫ টি বহুল প্রচলিত ওষুধ মানদণ্ড পূরণে ব্যর্থ


    সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল ১৪৫টি ওষুধ। সেই সব ওষুধগুলির বেশিরভাগই নামী সংস্থার। জানুয়ারি মাসে নির্ধারিত মানদন্ড পূরণ না হওয়ায় সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) পরীক্ষায় ডাহা ফেল ১৪৫টি ওষুধ। এই সব ওষুধের মধ্যে ৫২টি সেন্ট্রাল ল্যাবোরেটরিতে এবং আরও ৯৩টি স্টেট মেডিসিন ল্যাবের পরীক্ষায় ডাহা ফেল করেছে। এর মধ্যে রয়েছে কাশির সিরাপ,উচ্চ রক্তচাপের ওষুধ, কানের সংক্রমণ, গলার সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণে ব্যবহৃত ওষুধ। পাশাপাশি রয়েছে  প্যারাসিটামল, স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত বেশ কিছু ওষুধও এই তালিকায় রয়েছে। 



  • Mar 04, 2025 10:54 IST

    West Bengal News Live: সরকারি আধিকারিককে কোপানোর হুমকি শেখ শাহজাহান ঘনিষ্ঠের

    সরকারি আধিকারিককে কোপানোর হুমকি শেখ শাহজাহান ঘনিষ্ঠের। আর এরপর থেকেই উত্তপ্ত বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। অভিযোগের তির বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে। এনিয়ে নির্মাণ সহায়ক বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় রীতিমত আতঙ্কিত ওই সরকারি আধিকারিক। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন হাজি সিদ্দিক মোল্লা।



  • Mar 04, 2025 10:38 IST

    West Bengal News Live: 'কার কাছে ন্যায় বিচার আশা করব', ১১ পুলিশ কর্মীকে সিবিআই তলবে মুখ খুললেন নির্যাতিতার বাবা

    আরজি কর তদন্তে সিবিআই স্ক্যানারে ১১ পুলিশ কর্মী। সোম ও মঙ্গলবার তাদের সিজিওতে তলব করা হয়েছে। গতকাল কলকাতা পুলিশের এক এসআই ও এক মহিলা কনস্টেবল সিজিওতে হাজিরা দেন। এদিকে সিবিআই-য়ের অ্যাকশনে মুখ খুললেন আরজি কর কান্ডের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা। তিনি বলেন, 'যে কাজ সিবিআইয়ের আগে করা উচিত ছিল সেটা এত মাস পরে করছে। কার কাছে ন্যায় বিচার আশা করব'। 



  • Mar 04, 2025 10:31 IST

    West Bengal News Live: গণতন্ত্রের পক্ষে সওয়াল বাংলাদেশ মুখ্য নির্বাচন কমিশনের

    বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন যে নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য   দেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করা। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, "আমাদের একমাত্র এজেন্ডা হল অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করা।" আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছি।" নাসির উদ্দিন বলেন, “ভোটদান জনগণের অধিকার এবং এই অধিকার অর্জনের জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। এখন আমরা এই অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছি এবং একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করছি।" তিনি বলেন, এবার ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগ করাকে তাদের কর্তব্য বলে মনে করা উচিত এবং দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত।

    নাসির উদ্দিন বলেন, “ভোটদান জনগণের অধিকার এবং এই অধিকার অর্জনের জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। এখন আমরা এই অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছি এবং একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করছি।” মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনে কারচুপি করে কেউ নির্বাচনে জিততে পারে। কিন্তু, শেষ পর্যন্ত, তারা পালাতে পারবে না... ইতিহাস এটাই বলে।" গত সপ্তাহে, নাসির উদ্দিন বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্ধারিত দুটি সময়সীমার ভিত্তিতে সাধারণ নির্বাচনের প্রস্তুতি চলছে - এই বছরের ডিসেম্বর এবং ২০২৬ সালের জুন। 



  • Mar 04, 2025 10:19 IST

    West Bengal News Live: বিনিয়োগে বড় বার্তা মমতার

    স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জির বৈঠক থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের এই  বৈঠক থেকেই শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, শিল্প করার জন্য কেউ কিছু চাইলে দেবেন না, প্রয়োজন নেই। এদিনের বৈঠক থেকে রাজ্যের ট্রেড ইউনিয়নগুলিকে বেশ কিছু নির্দেশও দেন মমতা। বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব নিয়ে সরকারি স্তরে যেন কোণ ঢিলেমি না হয় তা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সিনার্জি পোর্টালের সূচনাও হয় সোমবার। 

    এদিনের বৈঠক থেকে বিরাট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে, বাংলাকে সমৃদ্ধির ভবিষ্যতের দিকে পরিচালিত করব। আমার লক্ষ্য স্পষ্ট: এমন একটি বাংলা গড়ে তোলা, যেখানে প্রতিটি বাসিন্দা গর্বের সাথে বলতে পারবে, ‘আজ বাংলা যা ভাবে, ভারত আগামীকাল তাই ভাবে।’ আজ, স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির (এসএলআইএসসি) আলোচনা সভায় উপস্থিত ছিলাম। ‘ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি পোর্টাল’ উদ্বোধন করলাম। এই ওয়েবসাইটটি পশ্চিমবঙ্গে ব্যবসা করার সহজতা বৃদ্ধি করবে। এছাড়া বিনিয়োগ প্রকল্পের জন্য ছাড়পত্র প্রক্রিয়া হিসেবে কাজ করবে। বাংলার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের এই সভায় একত্রিত হওয়া'। 

    mamata on state investment



  • Mar 04, 2025 10:09 IST

    West Bengal News Live: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও পথে বাম ছাত্র সংগঠন

    যাদবপুর কাণ্ডে তোলপাড় রাজ্য। আজ ফের পথে নামছে SFI শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নামছে বাম ছাত্র সংগঠন। কলেজ স্ট্রিট থেকে দুপুর তিনটে, নাগের বাজার থেকে সন্ধ্যা ৬টা'য় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি জেলায় জেলায় ডাক দেওয়া হয়েছে প্রতিবাদ মিছিলের। এদিকে শনিবার যাদবপুরের ঘটনায় বাকযুদ্ধে সিপিএম-তৃণমূল। 



  • Mar 04, 2025 09:28 IST

    West Bengal News Live: ইনজেকশন দেওয়ার পর অসুস্থ একের পর এক প্রসূতি

    ইনজেকশন দেওয়ার পর অসুস্থ একের পর এক প্রসূতি, হাসপাতালে ধুন্ধুমার, চূড়ান্ত আতঙ্ক। সন্তান জন্ম দেবার পর ভালই ছিলেন প্রসূতিরা। কিন্তু সোমবার রাত বাড়তেই ঘটে বিপত্তি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি থাকা একের পর এক প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার কথা জানাজানি হতেই হাসপাতালে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা প্রসূতিদের ভুল ইনজেকশন  দেওয়ার 
    অভিযোগ তুলে সরব হন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সেই উড়িয়ে দিয়েছে। তাদের সাফাই যা ঘটেছে সেটা হল ইনজেকশন পরবর্তীতে ’অ্যালার্জিটিক’ সমস্যা। 

     



  • Mar 04, 2025 08:37 IST

    West Bengal News Live: দীর্ঘ সময় যোগব্যায়ামের কৌশলে প্রাণ রক্ষা ট্যাংরা কান্ডের নাবালকের

    মা ও কাকিমাকে খুনের পর কাকা বালিশ দিয়ে তাকেও খুন করার পরিকল্পনা করে। ১৪ বছর বয়সী নাবালক 'যোগব্যায়ামের' এক অদ্ভুত কৌশল অবলম্বন করেই তার জীবন বাঁচায়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের সামনে ট্যাংরা হত্যাকান্ডের ঘটনায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন নাবালক প্রতীপ। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পান ট্যাংরা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রসূন দে। আর তারপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশি জেরায় ইতিমধ্যে প্রসূন স্বীকার করেছেন তিনি স্ত্রী, বৌদি ও মেয়েকে খুন করেছেন। আজ মঙ্গলবার ধৃত প্রসূনকে শিয়ালদা আদালতে পেশ করা হবে। প্রসূনের বিরুদ্ধে ইতিমধ্যে খুনের ধারা রুজু করেছে পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। 



  • Mar 04, 2025 08:36 IST

    West Bengal News Live: গর্জে উঠলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

    বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, যে বন্ধু এবং প্রতিবেশী দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি উন্নতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন তবে অচলাবস্থা সমাধানে এখনও অনেকটা পথ তাঁকে পাড়ি দিতে হবে। সেন বলেন, বাংলাদেশের পরিস্থিতি তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং কীভাবে বাংলাদেশে সামগ্রিক চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবে তা নিয়ে তিনি চিন্তিত। শৈশবের স্মৃতি চারণা করে নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন, 'আমি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিয়ে চিন্তিত, কিন্তু হতাশ নই। আমি আশা করি স্বাধীনতা এবং বহুত্ববাদের প্রতি বাঙালির অঙ্গীকার অব্যাহত থাকবে'। তিনি হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং মন্দির ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেন, যে এই ধরনের হিংসা অবিলম্বে  বন্ধ করা সরকার এবং জনসাধারণ উভয়েরই দায়িত্ব'। 



Bangladesh kolkata westbengal Bangla News Tangra