Higher Secondary Examination 2025: গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। 'তরুণের স্বপ্ন' প্রকল্পের মাধ্যমে ১০ হাজার করে ট্যাবের টাকা পাওয়ার পরেও পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২০০০ পরীক্ষার্থী বসলই না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০১৬৪ জন। যার মধ্যে ছাত্র রয়েছে ১৩৯১২জন এবং ছাত্রীর সংখ্যা ১৬২৫২ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭১টি।
পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা দফতরের তথ্য অনুযায়ী, 'তরুণের স্বপ্ন' প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের ৩২ হাজার ২৪৮ জন ছাত্রছাত্রী। রেজিস্ট্রেশনের পর 'তরুণের স্বপ্ন' প্রকল্পের মাধ্যমে তাদের মাথাপিছু ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। তারপরেও প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় দিতে বসেনি।
যদিও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, বেশ কিছু ছাত্রের পরিবারে আর্থিক অনটন থাকার কারণে ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছেন। এরই পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়ে করেছেন। তবে কি পড়াশুনোর জন্য ছাত্র-ছাত্রীদের দেওয়া এই ট্যাবের টাকা জলে গেল!
আরও পড়ুন- West Bengal News Live: সেমিফাইনালে ঝলক দেখাবে টিম ইন্ডিয়া, সাফল্য কামনায় বিশেষ পূজার আয়োজন
জেলার কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে ৩০৮ জন ছাত্র-ছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছেন ২৮৮ জন। বহিচবেড়িয়া হাইস্কুলে ৬৩ জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে ৫৯ জন। ময়না আদর্শ বিদ্যায়নে দ্বাদশ শ্রেণির মোট ১১৩ জন ট্যাব কেনার টাকা পেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে ১০১ জন। এছাড়াও রয়েছে অনেক স্কুল।
আরও পড়ুন- Parents Killed: সুপারি কিলার দিয়ে বাবা মা'কে খুন, এক কল রেকর্ডেই সব ফাঁস, কী সাজা ঘোষণা আদালতের?
কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন, "মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরেও ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে। অনেকের পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে।" পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্না ভট্টাচার্য বলেন, "প্রায় দুই হাজার পরীক্ষার্থী এ বছর রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দেয়নি। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না। আশা রাখছি আগামী দিনে সরকার বিষয়টা নিয়ে চিন্তা-ভাবনা করবে।"