West Bengal news today: জল সচেতনতা মিছিলে মুখ্যমন্ত্রী

West Bengal news today live updates: ‘জল ধরো, জল ভরো’   কর্মসূচি নিয়ে সাধারণকে সচেতন করতে শুধু পদযাত্রাই নয়, আস্ত একটি গানও লিখেছেন মমতা। এমন উদ্যোগ বাংলায় এই প্রথম।

By: Kolkata  Updated: Jul 15, 2019, 12:34:40 PM

West Bengal news today: ‘জল বাঁচাও’ নিয়ে রাজ্যের আমজনতার মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ৩টে নাগাদ জোড়াসাঁকো থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে হাঁটছেন মুখ্যমন্ত্রী। ‘জল ধরো, জল ভরো’   কর্মসূচি নিয়ে সাধারণকে সচেতন করতে শুধু পদযাত্রাই নয়, আস্ত একটি গানও লিখেছেন মমতা। এমন উদ্যোগ বাংলায় এই প্রথম। মিছিলে উপস্থিত রাজ্যের সংস্কৃতি জগতের জ্ঞানী গুণীরা। রয়েছেন মুখ্যসচিব, স্বরাস্ট্রসচিব, কলকাতা পুরসভার মেয়রও।

‘জল বাঁচাও’ নিয়ে জনমানসে সচেতনতা বাড়াতে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ৩টে নাগাদ জোড়াসাঁকো থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী। জল বাঁচাও কর্মসূচি নিয়ে সাধারণকে সচেতন করতে শুধু পদযাত্রাই নয়, এ নিয়ে গানও লিখেছেন মমতা। মুখ্যমন্ত্রীর লেখা গান গেয়েছেন সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন। একথা নিজেই টুইট করে জানিয়েছেন মমতা। এদিনের পদযাত্রায় সকলকে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণে জলসঙ্কট দেখা গিয়েছে। জল অপচয় বন্ধ করতে সোচ্চার হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এদিকে, ‘সবুজ সাথী’ প্রকল্পের অধীনে এবার নয়া পরিকল্পনা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলতলা গার্লস স্কুলের শতবর্ষ উৎসবে গিয়ে নয়া পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। ২০১৫ সাল থেকে চালু হওয়া সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। সেই প্রসঙ্গে মমতা বলেন, “গ্রামের স্কুলে এই প্রকল্পে সাইকেল দেওয়া হয় যাতে দূর-দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা সাইকেলে করে স্কুলে আসতে পারে। ওখানে প্রায় ১২ কিলোমিটার, ১৮ কিলোমিটার দূরে এক একটা স্কুল। কলকাতায় সেটা সম্ভব হয় না, কারণ এখানে সব রাস্তায় সাইকেল চালানো যায় না। তাই নিশ্চয় এই বিষয়টি নিয়ে আমরা ভাবব। আমি কলকাতার ব্যাপারটা জানতাম না। এখন কিউরিওসিটি হলো। পাহাড়ে সাইকেল চলে না তাই সেখানে আমি সবুজ সাথী প্রকল্পে রেনকোট দিয়েছি, কারণ ওখানে খুব বৃষ্টি হয়। এখানেও কিছু একটা করতে হবে।” বিস্তারিত পড়ুন, সবুজ সাথী প্রকল্পে কলকাতার জন্য আলাদা ভাবনা মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, তৃণমূল-বিজেপি তরজায় তুঙ্গে বঙ্গ রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের বিস্ফোরক দাবি করলেন মুকুল রায়। ভোটে জিততে বিজেপির সমর্থন চেয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়! এমন বিস্ফোরক দাবিই করেছেন একদা মমতার ‘ডান হাত’ তথা বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যসভায় কেন্দ্রের ইএসআইসি (এমপ্লয়িজ স্টেট ইনশিওরেন্স কর্পোরেশন)-এর প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের দোলা সেনকে জেতানোর জন্য বিজেপির সমর্থন চেয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এমন দাবিই করলেন মুকুল। সবিস্তারে পড়ুন,মমতা বিজেপির সমর্থন চেয়েছেন, বিস্ফোরক মন্তব্য মুকুলের

Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the West-bengal News in Bangla by following us on Twitter and Facebook


Title: West Bengal news today live updates:Mamata Banerjee: জল বাঁচাতে আজ পথে মমতা, লিখলেন গানও

Advertisement