Digha: দিঘার কাছেই এক নতুন ইতিহাস তৈরির পথে। সাধারণত পড়শি রাজ্য ওড়িশাকেই (Odisha) এই ধরণের তৎপরতার জন্য বেছে নেয় ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও (DRDO)। তবে এবার কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থাটি তাঁদের যুগান্তকারী এক পরীক্ষার জন্য বেছে নিয়েছে বাংলার উপকূলকেই। দিঘার (Digha) খুব কাছেই আর মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটতে চলেছে ঐতিহাসিক এক ঘটনা।
পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) উপকূল এলাকা থেকেই চলতি মার্চেই মিসাইল টেস্ট (Missile Test) লঞ্চ করতে চলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন বা DRDO। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘার কাছে কাঁথির (Kanthi) জুনপুট (Junput) উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ওই মিসাইল ছোঁড়া হবে। দিঘা ছাড়াও জুনপুটের সমুদ্র সৈকতও এখন বেশ জনপ্রিয় হয়েছে। পর্যটকদের (Tourists) একটি অংশ প্রায় সময়েই ভিড় জমাচ্ছেন অপূর্ব এই সাগরতটে (Sea Beach)। এবার সেই জুনপুটই সোনালী এক ইতিহাস তৈরির পথে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানবীর আফজল একথা জানিয়েছেন।
তিনি বলেন, "মিসাইলের লঞ্চিং প্যাড তৈরির জন্য জুনপুটে ডিআরডিওকে রাজ্য সরকার (WB Govt) জমি দিয়েছে। মার্চে ডিআরডিও ওই জায়গা থেকে টেস্ট লঞ্চ করবে। অন্যদিকে, বালেশ্বর (Balasore) থেকেও একটি মিসাইল (Missile) উৎক্ষেপন হবে। দু'টি মিসাইল মাঝপথে একে অপরকে কীভাবে 'ইন্টারসেপ্ট' বা বিচ্ছিন্ন করে সম্ভবত সেই বিষয়ে গবেষণা করবে ডিআরডিও।"
জুনপুটের সমুদ্র পাড়। এই সাগরতট থেকেই মিসাইল উৎক্ষেপনের ভাবনা।
জানা গিয়েছে, রাজ্যের উপকূল এলাকা থেকে এই প্রথম এই ধরণের মিসাইল টেস্ট লঞ্চ হতে পারে। বাংলার উপকূলে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সিগুলি বাড়তি গুরুত্ব দিচ্ছে। সেই লক্ষ্যেই এরাজ্যের উপকূলে মিসাইল টেস্ট লঞ্চ প্যাড গড়ে তোলা হচ্ছে বলে মনে করছে জেলা প্রশাসন।
কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সি ভারতীয় কোস্ট গার্ডের (Indian Coast Guard) আইজি ইকবাল সিং চৌহান হলদিয়ায় (Haldia) জানিয়েছেন, রাজ্যে আরও দু'টি রেডার স্টেশন (Radar Station) গড়ছে কোস্ট গার্ড। একটি রেডার স্টেশন হচ্ছে জুনপুটে। উপকূলের নিরাপত্তায় কোস্ট গার্ড আরও নজরদারি বাড়াচ্ছে। রেডার স্টেশনে যাওয়ার জন্য কোস্ট গার্ড জমি চেয়েছিল। জানা গিয়েছে, রাস্তা তৈরির জন্য শুধু জমি দেওয়াই নয়। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় রাস্তা তৈরি করে দিয়েও জাতীয় নিরাপত্তায় সহায়তা করছে রাজ্য সরকার।
আরও পড়ুন- কম খরচেই দ্রুত বিপুল আয়! বেকারদের রোজগারের দিশা দেখাচ্ছেন এই প্রৌঢ়!