SSC Verdict News: সুপ্রিম কোর্টের নির্দেশে গত বৃহস্পতিবারই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গিয়েছে। চাকরিহারাদের তালিকায় রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের রায় বাঘিনী হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিংও। এবার চাকরি হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই শিক্ষিকা।
বৃহস্পতিবারই SSC-র ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রায় ২৬০০০ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের রায় বাঘিনী হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা রুম্পা সিংয়েরও।
আগে থেকেই এই শিক্ষিকার কিছু ধার ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই তাঁদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল। তবে শেষ আশা ছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত তাঁদের চাকরির বিষয়টি দেখবে বলে তাঁরা আশাবাদী ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন- West Bengal News Live: আজ রাজ্যজুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল, রামনবমী মিটলেই চাকরিহারাদের সভায় মুখ্যমন্ত্রী
গতকালই সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষককর্মীরই চাকরি বাতিল হয়েছে। আদালতের এই নির্দেশে এমনিতেই যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ার জোগাড় হয়েছিল এই শিক্ষিকার। এরই মধ্যে পাওনাদারদের কয়েকজন তাঁর উপর মানসিক চাপ সৃষ্টি করেছিল বলে অভিযোগ।
আরও পড়ুন- Kolkata Weather Today:ঝড়-জলের সম্ভাবনা আজও, শনি-রবিতে কাঁপানো দুর্যোগ?
পাওনাদারদের এই 'চাপ' সহ্য করতে না পেরে শেষমেশ আত্মহত্যার চেষ্টা করেন ওই শিক্ষিকা। এমনকী একটি সুইসাইড নোট পর্যন্ত লিখে ফেলেছিলেন তিনি। যদিও শেষ মুহূর্তে তাঁর পরিবারের সদস্যদের তৎপরতাতেই তাঁর প্রাণ বেঁচেছে। দ্রুত ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।