SSC Recruitment Case: 'মুখ্যমন্ত্রী ও পুলিশের জন্যই মানুষের মন BJP-র দিকে ঘুরবে', বললেন অভিজিৎ গাঙ্গুলি

WB SSC Recruitment Scam Case: শীর্ষ আদালতের রায়ে চাকরি গিয়েছে এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর। বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতৃত্ব।

WB SSC Recruitment Scam Case: শীর্ষ আদালতের রায়ে চাকরি গিয়েছে এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর। বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতৃত্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal SSC recruitment scam abhijit ganguly attacks mamata banerjee,এসএসসি দুর্নীতি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়

WB SSC Recruitment Scam Case: অভিজিৎ গাঙ্গুলির নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

SSC Verdict News: ফের চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ BJP সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)। বৃহস্পতিবার এসএসসি ভবনের সামনে গিয়ে চাকরিহারাদের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষেরাও। আরও একবার চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস বিজেপি নেতৃত্বের।

Advertisment

চাকরি ফেরানোর দাবিতে গতকাল রাতভর এসএসসি ভবনের সামনে ধরনায় বসেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। গতরাতেই তাঁদের সঙ্গে গিয়ে দেখা করে এসেছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ সকালে তিনি-সহ রূপা গাঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষেরাও গিয়েছিলেন চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করতে। আজ সকাল থেকে অনশন শুরু করেছেন চাকরিহারা এক শিক্ষক।

SSC নিয়োগ দুর্নীতির দায়ে চাকরিহারা এই শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনে পাশে রয়েছে বিজেপি। বৃহস্পতিবার আরও একবার সেই বার্তাই দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন প্রাক্তন বিচারপতি বলেন, "আমাদের নেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, আমরা আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি। চাকরিহারাদের সঙ্গে শেষ পর্যন্ত আমরা থাকব।"

আরও পড়ুন-West Bengal News Live:পথে নেমেই দাবি ছিনিয়ে নেওয়ার অঙ্গীকার! চাকরিহারাদের মহামিছিলে জুনিয়র ডাক্তাররাও

Advertisment

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী ও তার পুলিশের কাণ্ড-কারখানাতেই মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে। যদি যায় যাবে। সরকারে যে দুর্নীতি ধরা পড়েছে, সেটা খানিকটা সাফ করতে হবে। যোগ্য-অযোগ্যদের তালিকাটা দিন। আমরা বলে এসেছি এসএসসি-র কর্তাদের। ওরা শিক্ষকদের লাথি মারবে, আবার আলোচনাও চাইবে, দুটো একসঙ্গে চলে না।"

আরও পড়ুন- SSC Recruitment Case:'কলঙ্কের ইতিহাস বাংলায়! শিক্ষায় ন্যূনতম আগ্রহ নেই এই সরকারের', উদ্বেগে প্রবীণ শিক্ষাবিদ পবিত্র সরকার

Bengali News Today CM Mamata banerjee Abhijit Ganguly WB SSC Scam