scorecardresearch

৯০ হাজার কোটি টাকা পাই, রাজ্যের থেকে নিয়ে টাকা দিচ্ছে না কেন্দ্র: মমতা বন্দ্যোপাধ্যায়

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০ হাজার কোটি বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee
বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় হই-হট্টগোল, বিজেপির ওয়াক-আউটের মধ্যেই রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ বাড়ানো হল রাজ্য বাজেটে। বিজেপির বিক্ষোভের মধ্যেই এদিন বাজেট পড়েন চন্দ্রিমা। মূলত, কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পাল্টে দিয়ে রাজ্য নিজের বলে চালাচ্ছে বলে অভিযোগে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। চন্দ্রিমার বাজেট ভাষণের মধ্যেই ওয়াক-আউট করে বিজেপি। এর পর বিধানসভার পোর্টিকো-তে বসে বিজেপির বিধায়করা স্লোগান দিতে থাকেন।

এদিন বাজেট বক্তৃতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বাজেটের গুরুত্বপূর্ণ অংশগুলি বলেন। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা করা হয়েছে। মূলত গত বছর ক্ষমতায় তৃতীয়বার ফেরার পর এটাই প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। ভোটের সময় লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশনের মতো জনমোহিনী প্রকল্পগুলির প্রতিশ্রুতি দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তাই ক্ষমতায় ফেরার পরই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ একলাফে ১০ হাজার কোটি করে দিলেন।

মমতা আরও যা জানিয়েছেন-

  • ফ্ল্যাট-বাড়ি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশা ছাড়
  • ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড়ের মেয়াদ বাড়ল।
  • সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়
  • সিএনজি চালিত যানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স মকুব
  • ২ বছরের জন্য মকুব।
  • রাজস্ব আদায় ৩.৭৬ গুণ বেড়েছে।
  • নগরোন্নয়নে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ
  • অনগ্রসর শ্রেণি-উপজাতি উন্নয়নে ১,০৮৯ কোটি টাকা বরাদ্দ
  • নারী-শিশুকল্যাণে ১৯ হাজার ২৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, প্রায় ১৭.৫ গুণ বাড়ল বরাদ্দ
  • কৃষি এবং কৃষি বিপণনে প্রায় ১০ হাজার কোটি বরাদ্দ, ৭৮ লক্ষ কৃষক কৃষকবন্ধু প্রকল্পে সহায়তা পেয়েছেন
  • স্কুল শিক্ষাক্ষেত্রে ৩৫ হাজার ১২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। প্রযুক্তি-কারিগরি শিক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ১ হাজার ২৮৬ কোটি টাকা, সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা পাঁচ হাজার কোটি এবং উচ্চশিক্ষায় ৫ হাজার ৮১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
  • ক্রীড়াক্ষেত্রে ৭৮৯ কোটি টাকা বরাদ্দ। স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তির প্রকল্পে বরাদ্দ ৭২০ কোটি ৮৪ লক্ষ টাকা।
  • স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের জন্য ১২ হাজার ৫৫৭ কোটি টাকা বরাদ্দ, উত্তরবঙ্গ উন্নয়নে ৭৯৭ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব।
  • বনবিষয়ক উন্নয়নে ৯৩৮ কোটি ৪৭ লক্ষ টাকা বরাদ্দ বাজেটে। সুন্দরবন উন্নয়নে ৭২০ কোটি ৮৪ লক্ষ টাকা এবং পরিবেশ উন্নয়নে বরাদ্দ প্রায় ১০০ কোটি টাকা।
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণে ১৭ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। জনস্বাস্থ্যে বরাদ্দ ৩ হাজার ৮৭৭ কোটি ৬৮ লক্ষ টাকা। পর্যটন এবং পরিবহনে যথাক্রমে ৪৬৮ কোটি এবং ১ হাজার ৭৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ দফতরের।

আরও পড়ুন ‘কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে’, বাজেট অধিবেশন ওয়াকআউট বিজেপির

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৯০ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পাই। জিএসটি নিয়ে যাচ্ছে, সেই ভাগ পুরো দিচ্ছে না। রাজ্য থেকে টাকা তুলে নেয়, আর টাকা দেয় না। তাতেই বড় বড় নাম দেয়, কেন্দ্রের নামে চিঠি পাঠায়।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal state budget 2022 mamata banerjee says bengal owes 90k crores from centre