scorecardresearch

‘কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে’, বাজেট অধিবেশন ওয়াকআউট বিজেপির

আজ ২০২২-২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।

The Centre's project is being run in the name of the west bengal state, the BJP avoided the budget speech
চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করতেই তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কদের। ছবি: পার্থ পাল।

রাজ্য বাজেট পেশ ঘিরেও ধুন্ধুমার বিধানসভায়। বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভ, শেষমেশ ওয়াকআউট। ২০২২-২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন অর্থমন্ত্রী বাজেট পেশ করতেই তুমুল চিৎকার জুড়ে দেন বিজেপি বিধায়করা। তাঁদের অভিযোগ, ‘কেন্দ্রের প্রকল্পের নাম বদলে রাজনৈতিক প্রচার সারছে সরকার’। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট গেরুয়া দলের বিধায়কদের।

শুক্রবার পেশ হয়েছে রাজ্য বাজেট। এদিন বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করতেই হট্টগোল শুরু হয়ে যায়। চন্দ্রিমা ভট্টাচার্য বক্তৃতা শুরু করার মিনিট পনেরো পর থেকেই হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে চলে বিক্ষোভ। এরপরই বিরোী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

আরও পড়ুন- ৯০ হাজার কোটি টাকা পাই, রাজ্যের থেকে নিয়ে টাকা দিচ্ছে না কেন্দ্র: মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। ছবি: পার্থ পাল।

অধিবেশন কক্ষের বাইরে মাটিতে বসে প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ, স্লোগান। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের নাম বদলে দিয়েছে রাজ্য সরকার, এমনই অভিযোগ বিজেপির।

আরও পড়ুন- ‘উত্তরপ্রদেশে EVM-এর ফরেন্সক তদন্ত হোক’, দাবি মমতার, ফের বিরোধী জোটেই আস্থা

বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ। ছবি : পার্থ পাল।

আরও পড়ুন- ‘এখন অন্যরা বলবে, আমি শুনব’, SSKM থেকে বেরিয়ে বললেন মদন

শুভেন্দু অধিকারী এদিন বলেন, ”প্রধানমন্ত্রীর যত প্রকল্প আছে, সবার নাম বদলে দিয়েছে। প্রধানমন্ত্রীর রেশনের উল্লেখ নেই। বলছে খাদ্যসাথী। প্রধানমন্ত্রীর প্রকল্পগুলির নাম বদলে ফেলা হয়েছে। বার্ধক্য ভাতার ১ হাজার টাকার মধ্যে ৮০০ টাকাই কেন্দ্র দেয়। সেটা বলছে না। কেন্দ্রের প্রকল্প রাজ্যের নাম দিয়ে চালাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রকল্পগুলির নাম বদলে রাজনৈতিক বক্তব্য করছে। এত অসত্য বিকৃত ভাষণ আমরা শুনবা না। কেন্দ্রের নিন্দা করছে।”

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: The centres project is being run in the name of the west bengal state the bjp avoided the budget speech