Advertisment

West Bengal Tab Scam: ফের বৈষ্ণবনগর! ট্যাব কেলেঙ্কারিতে আরও একজন জালে, ৭ জন গ্রেফতার একই এলাকা থেকে

West Bengal Tab Scam: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মনোজ চৌধুরী। তাঁর বাড়ি বৈষ্ণবনগর থানার পশ্চিম জেলাপাড়া এলাকায়। বাড়ির নিচেই একটি নিজস্ব দোকানে এক রাষ্ট্রায়াত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাত মনোজ চৌধুরী।

author-image
Madhumita Dey
New Update
Tab Scam Malda Police: একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এক মালিককে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ

Tab Scam Malda Police: একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এক মালিককে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ

West Bengal Tab Scam: ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ফের মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে গ্রেফতার। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এক মালিককে গ্রেফতার করল শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। বুধবার রাতে বৈষ্ণবনগর থানার পশ্চিম জেলাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। 

Advertisment

বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ। ধৃতের দোকান থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি পেনড্রাইভ এবং নথিপত্র। রাতেই ধৃতকে শিলিগুড়ি নিয়ে চলে গিয়েছে তদন্তকারী পুলিশকর্তারা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মনোজ চৌধুরী। তাঁর বাড়ি বৈষ্ণবনগর থানার পশ্চিম জেলাপাড়া এলাকায়। বাড়ির নিচেই একটি নিজস্ব দোকানে এক রাষ্ট্রায়াত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র চালাত মনোজ চৌধুরী। 

পুলিশ জানিয়েছে, ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের কয়েকটি অসাধারণ মানুষের অ্যাকাউন্টে "তরুণের স্বপ্ন" ট্যাবের টাকা ঢুকেছিল এবং সেই টাকা তোলা হয়েছে। বিগত দিনে বৈষ্ণবনগর থানা এলাকায় যাঁরা ধরা পড়েছে তাঁদের জিজ্ঞাসাবাদের পর নানান সূত্র ধরে মনোজ চৌধুরীর নাম জানতে পারে পুলিশ। এনিয়ে এখনও পর্যন্ত মালদার বৈষ্ণবনগর এলাকা থেকেই শুধু সাতজনকে গ্রেফতার করল পুলিশ। 

আরও পড়ুন ট্যাব কেলেঙ্কারির ঘটনায় আরও এক গ্রেফতার, উদ্ধার প্রচুর সিম কার্ড-পেনড্রাইভ-এটিএম কার্ড

এদিকে এই ঘটনায় মালদার এক ব্যাংকের ম্যানেজার অমিতাভ কীর্তনীয়া জানিয়েছেন , যেসব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলি রয়েছে, মূলত তাদের সঙ্গে ব্যাংকগুলোর তেমন কোনও যোগাযোগ থাকে না। এরা এজেন্সি মারফত এসব গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলি পেয়ে থাকে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেশিরভাগ সাধারণ মানুষের অ্যাকাউন্টেই ট্যাবের টাকা ঢুকেছে। এব্যাপারে পুলিশ তদন্ত করে দেখছে।।

West Bengal Malda West Bengal News Tab Tab Scam west bengal latest news
Advertisment