Advertisment

West Bengal Tab Scam: ট্যাব কেলেঙ্কারির ঘটনায় আরও এক গ্রেফতার, উদ্ধার প্রচুর সিম কার্ড-পেনড্রাইভ-এটিএম কার্ড

West Bengal Tab Scam: চাঁচল মহকুমার কনুয়া ভবানীপুর হাইস্কুলের ট্যাব দুর্নীতি সামনে এসেছিল। এই স্কুলের ৩৫ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে।

author-image
Madhumita Dey
New Update
Bengal Tab Scam: ইসলামপুর থেকে এক যুবককে গ্রেফতার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

Bengal Tab Scam: ইসলামপুর থেকে এক যুবককে গ্রেফতার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

West Bengal Tab Scam: ট্যাব কেলেঙ্কারির ঘটনায় এবারে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে এক যুবককে গ্রেফতার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিম কার্ড, পেনড্রাইভ, এটিএম কার্ড, দুটি মোবাইল, একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। 

Advertisment

মঙ্গলবার রাতে ইসলামপুর থেকে অভিযুক্তকে গ্রেফতারের পর মালদায় নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বুধবার ধৃতকে চাঁচল মহাকুমা আদালতে পেশ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম, মহম্মদ মোবারক হোসেন। তাঁর বাড়ি ইসলামপুর থানা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৫টি সিম কার্ড, ৬৫ টি এটিএম, বেশ কয়েকটি পেনড্রাইভ, দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমার কনুয়া ভবানীপুর হাইস্কুলের ট্যাব দুর্নীতি সামনে এসেছিল। এই স্কুলের ৩৫ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে। এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এবং অভিভাবকেরা প্রধান শিক্ষক রাজা চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। যদিও সেই সময় প্রধান শিক্ষক ক্লার্কের ওপর দায় চাপিয়ে ছিলেন। শুরু হয় সমগ্র ঘটনার তদন্ত। 

আরও পড়ুন ইটভাটার শ্রমিক থেকে ডাক্তারি পড়ুয়া, বাংলার এই যুবকের পরিশ্রমকে কুর্নিশ জানাল গোটা বিশ্ব

হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর অজয় সিং যিনি সাইবার বিভাগের কাজ করার অভিজ্ঞতা প্রাপ্ত। তিনি তদন্তের দায়িত্বভার পান। তদন্ত নেমে সামনে আসে বেশ কিছু তথ্য। বাংলার শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর যেখান থেকে পরিবর্তন করা হয়েছিল। সেই নম্বর ট্র্যাক করে পুলিশ। সেখান থেকে উঠে আসে ধৃতের তথ্য। 

তারপরে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনার পিছনে আরও কারা যুক্ত রয়েছে তা জানতেও তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। 

Maldah Tab Tab Scam West Bengal Police west bengal latest news West Bengal News
Advertisment