/indian-express-bangla/media/media_files/2025/02/27/mvxp8nRPp5XWLkR3jhOU.jpg)
Mamata Banerjee: নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Mamata Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আজ নেতাজি ইন্দরের মেগা বৈঠকে দলের নেতা-কর্মীদের '২৬-এর লড়াইয়ে অলআউট ঝাঁপানোর নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। একুশের ভোটের মতোই '২৬-এও ফের 'খেলা হবে' স্লোগানে নেতাজি ইন্ডোরের ভরা সভায় সুনামি তুললেন মমতা।
'২৬ এর লড়াইয়ে মমতার 'চার টোটকা'...
ভোটার লিস্ট:
আজ নেতাজি ইন্ডোরের সভায় সাংঘাতিক একটি অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অনলাইনে ভোটার লিস্টে কারচুপি করছে BJP। খোদ দিল্লির নির্বাচন কমিশনের দফতরে বসেই নাকি এই কারচুপি করা হচ্ছে। এ প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, "অনেকের নাম ঢুকিয়েছে। কোথাও হরিয়ানা কোথাও গুজরাটের ভোটারদের নাম ঢুকিয়েছে। রাজ্যে ভোট হবে, আর ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা? ভোটার তালিকা পরিষ্কার করতেই হবে।"
জনসংযোগে জোর:
"সাধারণ মানুষের সঙ্গে দলের নেতা-কর্মীদের যোগাযোগ আরও বাড়ানোর পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে দলের পদাধিকারী ব্যক্তিদের আরও বেশি সচেতন থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন- West Bengal News Live:বাংলার ভোটারদের এপিক নম্বরে যোগ করেছে হরিয়ানার ভোটারদের নাম: মমতা
সংগঠনকে শক্তিশালী করতে জোর:
২০২৬ সালের বিধানসভা ভোটের লড়াইয়ের আগে দলের ফাঁকফোকর মেরামত করে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে জোর দিলেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে এ ব্যাপারে দলের নেতাকর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "সংগঠনকে শক্তিশালী করতে হবে। এলাকায় কারা কারা আসছে নজর রাখতে হবে। কারা আমদানি-রফতানি করছে সেটা দেখতে হবে। এলাকায় দাঙ্গা, সাম্প্রদায়িক কোনও অত্যাচার না হয় সেটা দেখতে হবে।"
BJP-কে হারাতেই হবে:
এদিন ফের একবার দল হিসেবে তৃণমূলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হারাতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের একসঙ্গে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন তিনি।
২১৫-এর বেশি আসন চাই:
বৃহস্পতিবারের সভায় এই একই কথা বলেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকের কথার সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের নেতা-কর্মীদের সাফ বললেন, "আমরা ২১৫ আসন পার করবোই। তার থেকে বেশি হবে তো কম হবে না। BJP যে সিট পেয়েছিল সেটা আর পেতে দিলে চলবে না।"