Mamata Banerjee: '২৬-এর লড়াইয়ে 'টার্গেট' বেঁধে দিলেন মমতা, বিরোধীদের হারাতে চার 'টোটকা' তৃণমূল সুপ্রিমোর

TMC Meeting: আগামী বছর বিধানসবা ভোটের আগে আজ নেতাজি ইন্ডোরে দলের সবস্তরের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক তৃমূলের। সেই বৈঠক থেকেই ভোট ময়দানে বিরোধীদের পর্যদুস্ত করতে তৃণমূলের নেতা-কর্মীদের একগুচ্ছ নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
tmc meeting,mamata banerjee,abhishek banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়,তৃণমূলের বৈঠক,অভিষেক বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Mamata Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে আজ নেতাজি ইন্দরের মেগা বৈঠকে দলের নেতা-কর্মীদের '২৬-এর লড়াইয়ে অলআউট ঝাঁপানোর নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। একুশের ভোটের মতোই '২৬-এও ফের 'খেলা হবে' স্লোগানে নেতাজি ইন্ডোরের ভরা সভায় সুনামি তুললেন মমতা।

Advertisment

'২৬ এর লড়াইয়ে মমতার 'চার টোটকা'... 

ভোটার লিস্ট: 

আজ নেতাজি ইন্ডোরের সভায় সাংঘাতিক একটি অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অনলাইনে ভোটার লিস্টে কারচুপি করছে BJP। খোদ দিল্লির নির্বাচন কমিশনের দফতরে বসেই নাকি এই কারচুপি করা হচ্ছে। এ প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, "অনেকের নাম ঢুকিয়েছে। কোথাও হরিয়ানা কোথাও গুজরাটের ভোটারদের নাম ঢুকিয়েছে। রাজ্যে ভোট হবে, আর ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা? ভোটার তালিকা পরিষ্কার করতেই হবে।"

Advertisment

জনসংযোগে জোর: 

"সাধারণ মানুষের সঙ্গে দলের নেতা-কর্মীদের যোগাযোগ আরও বাড়ানোর পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে দলের পদাধিকারী ব্যক্তিদের আরও বেশি সচেতন থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন- West Bengal News Live:বাংলার ভোটারদের এপিক নম্বরে যোগ করেছে হরিয়ানার ভোটারদের নাম: মমতা

সংগঠনকে শক্তিশালী করতে জোর: 

২০২৬ সালের বিধানসভা ভোটের লড়াইয়ের আগে দলের ফাঁকফোকর মেরামত করে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে জোর দিলেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে এ ব্যাপারে দলের নেতাকর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "সংগঠনকে শক্তিশালী করতে হবে। এলাকায় কারা কারা আসছে নজর রাখতে হবে। কারা আমদানি-রফতানি করছে সেটা দেখতে হবে। এলাকায় দাঙ্গা, সাম্প্রদায়িক কোনও অত্যাচার না হয় সেটা দেখতে হবে।"

BJP-কে হারাতেই হবে:

এদিন ফের একবার দল হিসেবে তৃণমূলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হারাতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের একসঙ্গে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন তিনি।

২১৫-এর বেশি আসন চাই: 

বৃহস্পতিবারের সভায় এই একই কথা বলেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকের কথার সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের নেতা-কর্মীদের সাফ বললেন, "আমরা ২১৫ আসন পার করবোই। তার থেকে বেশি হবে তো কম হবে না। BJP যে সিট পেয়েছিল সেটা আর পেতে দিলে চলবে না।"

tmc abhishek banerjee Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal