West Bengal News Highlights: বাংলাদেশের ছাত্র-যুবদের নয়া দল 'জাতীয় নাগরিক পার্টি', শীর্ষপদে নাহিদ-আখতার-হাসনাতরা

West Bengal News Highlights Today 27 Feb, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Jatiyo Nagarik Party: বাংলাদেশে ছাত্র-যুবদের নয়া দল জাতীয় নাগরিক পার্টি

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুক্রবারই আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল। তার আগে বৃহস্পতিবারই চূড়ান্ত হয়ে গেল দলের নাম। নয়া দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। ছাত্র-যুবদের নিয়ে গঠিত রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে সদ্য প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসিরুদ্দিন পাটওয়ারিকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।

Advertisment

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ মাস অতিক্রান্ত। কিন্তু অশান্তি কমছে না পদ্মাপাড়ে। কখনও সংখ্যালঘু নির্যাতন, হিন্দুদের খুন, ঘরবাড়ি লুঠপাট, আবার কখনও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে হিংসা-হানাহানি। এই অবস্থায় তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি তাদের মতপার্থক্য দূর না করে এবং একসঙ্গে কাজ না করে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদের মুখে পড়তে পারে।

পানাগড়ে গাড়ি উল্টে চন্দননগরের তরুণীর মৃত্যুর ঘটনায় শেষমেশ পুলিশের জালে সাদা গাড়ির মালিক বাবলু যাদব। জানা গিয়েছে, আসানসোলের নিঘা থেকে গ্রেফতার করা হয়েছে বাবলুকে। রবিবার রাতে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু হয়। অভিযোগ ওঠে, একটি সাদা গাড়িতে চড়ে মদ্যপ যুবকদের দল সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে উত্যক্ত করছিল। সুতন্দ্রাদের গাড়িকে ওই সাদা গাড়িটি ধাক্কা মারে বলেও অভিযোগ। গাড়ি উল্টে মৃত্যু হয় চন্দননগরের ওই তরুণীর। সেই ঘটনার পর থেকে বাবলু যাদবের খোঁজ চালাচ্ছিল পুলিশ। সাদা ওই গাড়িটির মালিক বাবলু।

  • Feb 27, 2025 18:28 IST

    West Bengal News Live: বাংলাদেশের ছাত্র-যুবদের নয়া দল 'জাতীয় নাগরিক পার্টি'

    বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুক্রবারই আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল। তার আগে বৃহস্পতিবারই চূড়ান্ত হয়ে গেল দলের নাম। নয়া দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। ছাত্র-যুবদের নিয়ে গঠিত রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে সদ্য প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসিরুদ্দিন পাটওয়ারিকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।



  • Feb 27, 2025 17:03 IST

    West Bengal News Live: বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সেদেশেরই সেনাপ্রধান

    বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ মাস অতিক্রান্ত। কিন্তু অশান্তি কমছে না পদ্মাপাড়ে। কখনও সংখ্যালঘু নির্যাতন, হিন্দুদের খুন, ঘরবাড়ি লুঠপাট, আবার কখনও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে হিংসা-হানাহানি। এই অবস্থায় তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি তাদের মতপার্থক্য দূর না করে এবং একসঙ্গে কাজ না করে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদের মুখে পড়তে পারে।

     



  • Advertisment
  • Feb 27, 2025 15:57 IST

    West Bengal News Live:ফের 'ডিজিটাল অ্যারেস্ট' কলকাতায়

    ফের ডিজিটাল অ্যারেস্টের ঘটনা খাস কলকাতায়। এবার নিশানায় প্রাক্তন জওয়ান। প্রতারিতের অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ। শেষমেশ ভিনরাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কোটি টাকা প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গুজরাটের সুরাত থেকে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। সম্প্রতি দমদমের এক দম্পতি ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন। একটানা দু'মাস ধরে গৃহবন্দি ছিলেন ওই দম্পতি।  

    বিস্তারিত পড়ুন- Digital Arrest: ফের 'ডিজিটাল অ্যারেস্ট'-এর ঘটনা কলকাতায়, গুজরাত থেকে পুলিশের জালে অভিযুক্ত



  • Feb 27, 2025 15:31 IST

    West Bengal News Live: নাবালিকার 'শ্লীলতাহানি', ধৃত রং মিস্ত্রি

    নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বাড়ির রঙ মিস্ত্রি। বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানা এলাকার ঘটনা। ধৃত কওসার আলি ওরফে বাপি (৩২) পেশায় রঙের মিস্ত্রি। সে ইকোপার্ক থানার যাত্রাগাছি-ঘুনি এলাকার বাসিন্দা। দিনকয়েক ধরে নির্যাতিতা নাবালিকার টিয়া বাগানের বাড়িতে রঙের কাজ করছিল বাপি। ওই নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ির উপরের চারতলার ঘরে ডেকে নিয়ে যায় বাপি। অভিযোগ, সেখানেই বাড়ির রঙ মিস্ত্রির কাছে শ্লীলতাহানির শিকার হয় নাবালিকা। 



  • Feb 27, 2025 15:28 IST

    West Bengal News Live: মাটি ধসে নিখোঁজ শ্রমিক

    রাজারহাটের নাঙ্গলপোতায় ২১১ মেইন রোডের পাশে একটি বেসরকারি বহুতল আবাসন নির্মাণকল্পের কাজ করতে চরম বিপত্তি। মাটি চাপা পড়ে নিখোঁজ হয় দুই শ্রমিক। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ দুজনই ভাঙড়ের বাসিন্দা।বৃহস্পতিবার সকাল থেকে মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা। দুপুর একটা নাগাদ আচমকাই পাশের মাটি ধস নেমে চাপা পড়ে দুই শ্রমিক। মাটি চাপা পড়া দুই শ্রমিকের উদ্ধার কাজে যৌথ ভাবে নামে বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনী ও রাজারহাট থানার পুলিশ। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রকল্পের অন্যান্য কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিখোঁজের পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। নিখোঁজ দুই শ্রমিক শ্যাম মন্ডল ও অভিজিৎ মন্ডল। দুজনের বাড়ি ভাঙ্গরের সর্বমঙ্গলাপুর এলাকায়। নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে শ্যাম মন্ডলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যজনের খোঁজে তল্লাশি চলছে।



  • Feb 27, 2025 12:59 IST

    West Bengal News Live:ভোট যত এগোবে এজেন্সির তৎপরতা বাড়বে:মমতা

    "যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা। যারা কাজ না করে ভাষণ দেন, শুধু দলের সমালোচনা করেন, সিপিএম- বিজেপি-কংগ্রেসের সাথে লড়াইয়ে নামেন না, মানুষের পাশে থাকেন না, তাঁদের জন্য আমার কোনও দয়া-মায়া নেই।বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে। বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে। বলছে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক। তাই শবে বরাতে দু'দিন ছুটি দিয়েছে। কিন্তু একদিন ছিল শবে বরাতের ছুটি, আর একদিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি। রাজবংশীদের মনে রাখে না বিজেপি। কেন্দ্রে বিজেপির শাসনে বাংলা বিপন্ন।ভোট এলেই ওদের মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলবে।" বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।



  • Feb 27, 2025 12:57 IST

    West Bengal News Live:ভোট যত এগোবে এজেন্সির তৎপরতা বাড়বে:মমতা

    "ভোট যত এগিয়ে আসবে এজেন্সির তৎপরতা বাড়বে। গণতন্ত্রের এমন দুরবস্থা আমি আগে দেখিনি। ভোট এলে মনে পড়ে তৃণমূলের কাকে চার্জশিট দিতে হবে । অনেককে জেলে পুরেছেন কী প্রমাণ করেছেন? তৃণমূল স্তর থেকে আমি কাজ করেছি, মাটিকে চিনি। জেলে তো তৃণমূলের অনেককেই পুরেছেন, কী প্রমাণ করতে পারলেন? তৃণমূল কংগ্রেসের নেতাদের ফোন ট্যাপ করা হয়। ওদের টাকার জোর, এজেন্সির জোর আছে। নির্বাচন কমিশনে সব বিজেপির লোক। ভোট যত এগিয়ে আছে এজেন্সির তৎপরতা বাড়ছে। ২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। আর দু'তিন বছরের বেশি আয়ু ওদের নেই। বাংলাকে ওরা টার্গেট করেছে।" নেতাজি ইন্ডোরের সভায় বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



  • Feb 27, 2025 12:31 IST

    West Bengal News Live:বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে আমি বিজেপিতে যাব: অভিষেক

    "বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আমি বেইমান নই। আমার গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবে। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে। বিজেপির টাকায় কেউ কেউ এই কাজ করছে। কাল খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। ২৮ পাতার চার্জশিটে দু'জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে.. সে সাংসদ না বিধায়ক.. তার বাড়ি কোথায়.. সেসব কিছু লেখা নেই। CBI-এর এই ভয় দেখে আমার ভালো লেগেছে।প্রমাণ থাকলে প্রমাণ দিন। আমাকে তো সিবিআই ডেকেছিল। একদিনের জন্য সিবিআই দফতরে গেছি ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে।" বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



  • Feb 27, 2025 12:29 IST

    West Bengal News Live:বাংলাকে ছোট করার চক্রান্ত চলছে: অভিষেক

    "বাংলার মানুষকে বঞ্চিত করার জন্যই বিজেপি বাংলায় ১৮ থেকে ১২-য় নেমে গেছে। তাতেও লজ্জা নেই। বাংলার মানুষের আবাসের টাকা এখনও আটকে রেখেছে কেন্দ্র। ২০২৬-এ ২১৫-এর বেশি আসনে জেতার তাগিদ নিয়ে নামব। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করতে হবে। বাংলাকে ছোট করার পরিকল্পনা করে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। গতবারের থেকে এবার আসন বাড়ানোর লক্ষ্যমাত্রা থাকুক। বিজেপি গোহারা হেরেছে। দলকে ভালবাসলে শৃঙ্খলার বাইরে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃচ্ছা সাধনেই বটবৃক্ষ তৃণমূল।" তৃণমূলের মেগা বৈঠকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



  • Feb 27, 2025 11:32 IST

    West Bengal News Live:দিল্লি গেল 'অভয়া'র পরিবার

    মেয়ের ন্যায়বিচারের দাবিতে এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন আর জি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী ডাক্তার তিলোত্তমার বাবা-মা।বৃহস্পতিবার সকাল ৭.১০ নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দরে উদ্দেশে রওনা দেন তারা। ঠিক ৮-৩০ টার সময় তারা বিমানবন্দরে উপস্থিত হন। অভয়ার বাবা-মায়ের সঙ্গে দিল্লি যাচ্ছেন শিয়ালদহ আদালতের আইনজীবী, এছাড়াও রয়েছে চিকিৎসকদের একটি দল।



  • Feb 27, 2025 11:09 IST

    West Bengal News Live:দিঘায় গানের সুরে আবর্জনা সংগ্রহ DSDA-এর

    সুমধুর গানের সুরে এবার পরিচ্ছন্নতার বার্তা। গানে-গানে অলিগলি পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের।‌ হুইসেল নয়, বরং মনোগ্রাহী গানের সুরে আবর্জনা সংগ্রহ ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এবার সৈকত শহরের অলি-গলিতে পৌঁছে যাচ্ছে পর্ষদ ভ্যান। 'আয় খুকু আয়' গানের সুরে বাঁধা হয়েছে নতুন সচেতনতামূলক গান। গানের প্রতিটি লাইনে লাইনে রয়েছে পরিচ্ছন্নতার বার্তা। সকাল হলেই সৈকত শহরের হোটেলে হোটেলে পৌঁছে যাবে আবর্জনা সংগ্রহের ভ্যান। সেখানেই বাজানো হবে সচেতনতামূলক এই গান। যা থেকে হোটেল কর্তৃপক্ষ ও পর্যটক উভয়েই সচেতন হবে বলে মনে করছে ডিএসডিএ। 

    বিস্তারিত পড়ুন- Digha: দিঘায় গানের সুরে আবর্জনা সংগ্রহ DSDA-এর, অভূতপূর্ব উদ্যোগের ভূয়সী প্রশংসায় পর্যটকরাও



  • Feb 27, 2025 10:28 IST

    West Bengal News Live:ট্যাংরা-কাণ্ডের জট কাটাতে মরিয়া পুলিশ

    নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন দে পরিবারের তিন সদস্য। প্রণয় দে, প্রসূন দে ও তাঁদেরই বাড়ির এক কিশোরকে ওই হাসপাতালেই ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে। হাসপাতালে বসেই তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তদন্তকারী অফিসাররা। হাসপাতালে ভর্তি থাকা দে বাড়ির সদস্যদের উপর প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছে পুলিশ। তবে কীভাবে ট্যাংরার দে পরিবারের তিন মহিলা খুন হলেন, বা তাঁদের কে খুন করল? সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য দিতে পারেনি পুলিশ।



  • Feb 27, 2025 10:19 IST

    West Bengal News Live:ব্যবসায়ীর উপর 'হামলা'

    ফলের দাম নিয়ে বচসার জেরে আচমকাই ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার সামনেই কামালগাজি বাজারে। কামালগাজি সংলগ্ন এলাকায় এক অভিজাত আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তি ও তার দুই ছেলে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।



  • Feb 27, 2025 10:17 IST

    West Bengal News Live:কুকুরকে বাঁচাতে রক্তদান অন্য কুকুরের

    বেনজির! কুকুরের রক্তে প্রাণ বাঁচল আর এক কুকুরের। শহর কলকাতা সাক্ষী থাকল এক নজিরবিহীন ঘটনার। পশু চিকিৎসায় এমন দারুণ সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বর্তমানে দুটি কুকুরই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। 
    রক্তের সমস্যাজনিত রোগে ভুগছিল 'লিও' নামে একটি কুকুর। 'ডোবারম্যান' প্রজাতির একটি কুকুর 'লিও'। সত্যজিৎ বিদ্যার্থী নামে এক ব্যক্তির ১০ মাসের এই পুরুষ কুকুরটি বেশ কিছুদিন ধরেই রক্তের সমস্যাজনিত রোগে ভুগছিল। জানা গিয়েছে, সম্প্রতি তার হিমোগ্লোবিন তিনে নেমে গিয়েছিল। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে 'লিও'-কে  রক্ত দেওয়ার প্রয়োজন ছিল। দ্রুত তাকে রক্ত দেওয়া না হলে তার প্রাণ সংশয়ের আশঙ্কা তৈরি হয়েছিল।

    বিস্তারিত পড়ুন- Dog Blood Donation: 'কোকো'র রক্তে প্রাণ বাঁচল 'লিও'-র, অসুস্থ কুকুরের জীবন রক্ষায় 'প্রাণপাত' অন্য কুকুরের!



  • Feb 27, 2025 09:31 IST

    West Bengal News Live:ভাগীরথীতে তলিয়ে মৃত্যু যুবকের

    শিবরাত্রি উপলক্ষ্যে ভাগীরথীতে পুণ্য স্নানে নেমে বার্জের ঢেউয়ের অভিঘাতে মৃত্যু হল এক যুবকের। তলিয়ে যাওয়া আরও এক যুবকের খোঁজ এখনও মেলেনি। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুমন সাহা (২১)। তলিয়ে গিয়ে এখনও নিখোঁজ থাকা যুবকের নাম অর্ঘ্য সাহা (২২)। সম্পর্কে তাঁরা দুই বন্ধু। তাঁরা দাঁইহাটের ৮ নম্বর ওয়ার্ডের বেরা এলাকার বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে ভাগীরথী নদীর ঘাটে। সেখানে নদীর পাড়ে বসে নিজের দাদা ও দাদার বন্ধুর এমন ভয়ঙ্কর পরিণতির সাক্ষী ছিলেন অয়ন সাহা নামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্র। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: শিবরাত্রির ব্রত পালনে নিভল জীবন প্রদীপ! ঢেউয়ের তোড়ে ভাগীরথীতে তলিয়ে মৃত্যু যুবকের

     



  • Feb 27, 2025 09:03 IST

    West Bengal News Live:মর্মান্তিক মৃত্যু শিশুর

    উল্টে যাওয়া মোটরভ্যানের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক শিশুপুত্রের। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানাার চকদিঘী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবপুর গ্রামে। মৃত শিশুটি হুগলির দাদপুরের আমড়া এলাকার বাসিন্দা। উল্টে যাওয়া মোটরভ্যানটি আটক করার পাশাপাশি পুলিশ শিশুর মৃতদেহ উদ্ধার করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।



  • Feb 27, 2025 09:01 IST

    West Bengal News Live:কুম্ভস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনা

    কুম্ভস্নান সেরে ফেরার পথে অঘটন। আচমকা গাড়ির সামনের চাকা ফেটে দুর্ঘটনার কবলে পড়লেন তীর্থযাত্রীরা। তাদের গাড়িটি রাস্তার পাশে গার্ড ওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসির বড়োমুড়িয়া মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় গাড়ির চালক সহ কমবেশি ২৮ জন তীর্থযাত্রী জখম হয়েছেন। দুর্ঘটনাগ্রস্তরা উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। 



  • Feb 27, 2025 08:54 IST

    West Bengal News Live:খোলনলচে বদলাচ্ছে তৃণমূল?

    ২০২৬ বিধানসভা নির্বাচন কড়া নাড়ছে। আজ, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই সভায় দলীয় নেতা-কর্মীদের দিকনের্দেশ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভার ঘোষণার মাধ্যমেই কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চলেছে ঘাসফুল শিবির। সম্প্রতি তৃণমূলের মধ্যে "মমতাপন্থী" বা "অভিষেকপন্থী" বিতর্ক নিয়ে জল্পনা দানা বাঁধলেও সামগ্রিক ভাবে দল পরিচালনায় ব্যালান্সের ওপর জোর দেওয়া হবে বলেই রাজনৈতিক মহলের অভিমত। নেতাজি ইন্ডোরের সভার দিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা।  

    বিস্তারিত পড়ুন- TMC Meeting: খোলনলচে বদলাচ্ছে তৃণমূল? '২৬ ভোটের আগে আজ মমতার হাইভোল্টেজ সভায় নজর



  • Feb 27, 2025 08:53 IST

    West Bengal News Live:আজ থেকেই ফের বৃষ্টি জেলায়-জেলায়

    আজ থেকে আবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় চড়তে পারে পারদ। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দার্জিলিঙের কোনও কোনও জায়গায় তুষারপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামিকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় হালকা বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: আজ থেকেই ফের বৃষ্টি জেলায়-জেলায়, চড়বে তাপমাত্রাও, জানুন লেটেস্ট আপডেট



tmc cbi abhishek banerjee Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal