সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হবে, এমনটাই জানিয়ে দিল স্য়াট। করোনার বাড়বাড়ন্তে বাংলায় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আগামী ৭ দিনের জন্য় কনটেনমেন্ট জোনে কঠোর লকডাউন জারি করা হচ্ছে। এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় কনটেনমেন্ট জোনের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অন্য়দিকে, জ্যোতি বসুর জন্মদিনে কলকাতা পুলিশের মঞ্চ থেকে সিপিএমের বিরুদ্ধে ফের দুর্নীতির অতীত অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার, উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বাংলার এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হবে: স্য়াট
ফের স্টেট অ্য়াডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল(স্য়াট)-এর রায় গেল রাজ্য় সরকারি কর্মচারীদের দিকেই। ধাক্কা খেল রাজ্য় সরকার। স্য়াটের পূর্বের রায় রাজ্য় সরকার পুনর্বিবেচনা করার জন্য় আবেদন জানিয়েছিল স্য়াটের কাছে। বুধবার তা খারিজ করে দেয় স্য়াট।
*সরকারি কর্মীদের ডিএ বাবদ ২০০৬ সাল থেকে পাওনা মিটিয়ে দিতে হবে রাজ্য়কে। এই রায় দিয়েছিল স্য়াট। বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগেই তার ব্য়বস্থা করার কথা বলেছিল স্য়াট। এদিনও স্য়াট ফের জানিয়ে দেয় রাজ্য় সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে হবে। তবে এদিন এই রায়ের সঙ্গেই রাজ্য় সরকারের হাইকর্টে যাওয়ার পথও খোলা রেখেছে স্য়াট।
*রাজ্য় সরকারি কর্মীদের ডিএ নিয়ে কর্মচারী সংগঠন ও রাজ্য় সরকারের সঙ্গে চাপান-উতর চলছে বেশ কয়েক বছর ধরেই। বরাবরই সরকারি কর্মীদের দাবি, তাঁদের কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। এছাড়া বছরে দুবার ডিএ দিতে হবে। এই দাবি নিয়ে স্য়াটে মামলা করে একাধিক সরকারি কর্মচারী সংগঠন। মামলা স্য়াট থেকে হাইকোর্ট, আবার হাইকোর্ট থেকে স্য়াটে যায়। দীর্ঘ দিন ধরে চলতে থাকে মামলা।
*এর আগে হাইকোর্টও জানিয়ে দিয়েছিল ডিএ সরকারের দান নয়, এটা কর্মীদের ন্য়ায্য় পাওনা। মামলা পাঠিয়ে দিয়েছিল স্য়াটে। সরকারি কর্মচারী সংগঠনের কর্তারা মনে করেন, ফের হাইকোর্টে যাবে রাজ্য় সরকার। প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। আন্দোলন ছাড়া যে কোনও গতি নেই তা-ও মনে করেন সংগঠনের কোনও কোনও কর্তা।
*সরকারী কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশীষ শীল বলেন, "এই রায় প্রত্যাশিত ছিল। তবে আমাদের আশঙ্কা রাজ্য সরকার হাইকোর্টে এই রায় চ্যালেঞ্জ করে মামলা দায়ের করবে। সেক্ষেত্রে আমরাও মামলায় যুক্ত হব।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
বাংলার কনটেনমেন্ট জোনে ৭ দিনের কড়া লকডাউন
করোনার বাড়বাড়ন্তে বাংলায় বৃহস্পতিবার থেকে ফের কঠোর লকডাউন জারি করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আগামী ৭ দিনের জন্য় কনটেনমেন্ট জোনে কঠোর লকডাউন জারি করা হচ্ছে বলে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
*এদিন মমতা বলেন, ''আগামী ৭দিন আপাতত কড়া নজর চলবে। পরিস্থিতি বুঝে ৭ দিন পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে''।
* মমতা: ছোট ছোট এলাকাকে কনটেনমেন্ট জোন করা হয়েছে।
*মাস্ক পরা নিয়ে এদিন পুলিশকে নির্দেশ দিয়ে মমতা বলেন, ''মাস্ক পরে বেরোতে হবে। মাস্ক না পরে বাইরে বেরোলে তাঁকে বাড়ি পাঠিয়ে দাও''। (বিস্তারিত পড়ুন-বাংলার কনটেনমেন্ট জোনে ৭ দিনের কড়া লকডাউন, দক্ষিণ ২৪ পরগনায় অতিরিক্ত কনটেনমেন্ট জোন দেখে ক্ষুব্ধ মমতা)
বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
দক্ষিণ ২৪ পরগনায় অতিরিক্ত কনটেনমেন্ট জোন দেখে ক্ষুব্ধ মমতা
দক্ষিণ ২৪ পরগনায় কনটেনমেন্ট জোনের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দক্ষিণ ২৪ পরগনায় কনটেনমেন্ট জোনের তালিকা 'রিভিউ' করার নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী।
*এ প্রসঙ্গে নবান্নে বৈঠকে মমতা বলেন, ''বারুইপুর, রাজপুরে কি সব এলাকাকে কনটেনমেন্ট জোন করা হয়েছে? আমার মনে হয় বেশি ঢোকানো হয়েছে। জেলাশাসক কি জানেন এলাকাগুলি? ক'টা করোনা সংক্রমণ হয়েছে? রাজপুর-সোনারপুরে বেশি করা হয়েছে। পুরো জেলাটা স্তব্ধ করা হয়েছে। এটা হবে না''
* এরপরই মমতা বলেন, ''আরেকবার রিভিউ করো। আমি এটার সঙ্গে একমত নই। দিতে হয় দিয়ে দিয়েছে! ভোটার লিস্ট দেখে না কি!''
বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
তৃণমূল সদস্যরা লুটেপুটে খাচ্ছে, মানলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়
আমফান ত্রাণের অর্থ নিয়ে এবার বড় রকমের চাপানউতোর শুরু হয়ে গিয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। ক্ষতিপূরণের টাকা দেওয়ার পর থেকে অধিকাংশ তৃণমূল কংগ্রেস শাসিত পঞ্চায়েত কর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। প্রায় সর্বত্রই ক্ষোভ-বিক্ষোভ চলছে। কোথাও বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা, কোথাও বা বঞ্চিত সাধারণ মানুষ বিক্ষোভে শামিল হচ্ছে।
* ২০ হাজার টাকা তো দূরের কথা একটা ত্রিপলও জোটেনি অনেকেরই। এরমধ্যে আবার বিজেপির কয়েকটি গ্রামপঞ্চায়েত ও সদস্যদের বিরুদ্ধে ত্রাণ দুর্নীতির অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। বিজেপির বক্তব্য, তৃণমূল চোর একথা জণগন বুঝে গিয়েছে, তাই এবার বিজেপিকেও চোর বলে রটাতে চাইছে।
*এর আগে দেখা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা, হুগলি, হাওড়া সহ বিভিন্ন জায়গায় আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণের অর্থ নিয়ে মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। এমনকী কুলতলিতে দুটি রাজনৈতিক খুন এবং অশান্তির পিছনেও আমফান ত্রাণের টাকার ভূমিকা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এরই মধ্যে উত্তর ২৪ পরগনায় সোমবার কনিয়াড়া ও মঙ্গলবার ধর্মপুর গ্রামপঞ্চায়েতে বিজেপির বিরুদ্ধে আমফান ত্রাণের দুর্নীতি নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। তৃণমূল কংগ্রেসের দাবি, শুধু তাদের নয় বিজেপির গ্রাম পঞ্চায়েতও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে।
*বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির দুর্নীতি নিয়ে তোপ দেগেছেন। তিনি বলেন, “এই জেলায় ৪টি গ্রামপঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় রয়েছে। এই চারটে গ্রাম পঞ্চায়েতের প্রতি সদস্য ৩০-৩৫ জন আত্মীয়-স্বজনকে ত্রাণের টাকা পাইয়ে দিয়েছে। কোনও পঞ্চায়েতে আমাদের ২৫ জন বিজেপির ৭, আবার কোথাও আমরা ১৮ এবং ওরা ৫। এই সব ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করেছে বিজেপি সদস্যরা। লুটে-পুটে খেয়েছে।” (বিস্তারিত পড়ুন)
বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
‘সিপিএম আমলে ১০০ শতাংশ চুরি হত, এখন ৯০ শতাংশ কমেছে’
আমফান ত্রাণ দুর্নীতিতে রাজ্য-রাজনীতি যখন সরগরম, ঠিক তখনই জ্যোতি বসুর জন্মদিনে কলকাতা পুলিশের মঞ্চ থেকে সিপিএমের বিরুদ্ধে ফের দুর্নীতির অতীত অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ কলকাতার হাজরায় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, “সিপিএম-এর সময় ১০০ শতাংশ চুরি হত। তা এখন ৯০ শতাংশ কমেছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর সিপিএম নেতৃত্ব রেরে করে উঠেছে। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, বিধানসভার পরিষদীর দলনেতা সুজন চক্রবর্তীরা বলেন, “সিপিএমের দুর্নীতি খুঁজে বের করতে কোটি কোটি টাকা খরচ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ১০ বছরে একটাও কেস খুঁজে পাননি।”
*আগামী বছর রাজ্য বিধানসভার নির্বাচন। তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএম এই নির্বাচনী লড়াইয়ের ছক প্রস্তুত করছে। করোনা ও আমফান পরিস্থিতিতেও ময়দানে নেমে পড়েছে ডান-বাম উভয়পক্ষই। এরই মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ শাসক তৃণমূল কংগ্রেস।
* ইতিমধ্যে তৃণমূলের রাজনৈতিক জমি মজবুত করা নন্দীগ্রামেই তৃণমূল ২৫ জনকে সাসপেন্ড করেছে। অনেকে টাকা ফেরত দিচ্ছেন বলেও দলীয় নেতৃত্ব দাবি করছে। এবার পাল্টা সিপিএমের বিরুদ্ধে দুর্নীতির কথা তুলে ধরলেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী। (বিস্তারিত পড়ুন)
বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
হাসপাতাল থেকে ছাড়া পেলেন লকেট
হাপসাতাল থেকে ছাড়া পেলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়। এর আগে সোশ্য়াল মিডিয়ায় লকেট জানিয়ে ছিলেন, তিনি করোনায় আক্রান্ত। বুধবার ফের সোশ্য়াল মিডিয়ার মাধ্য়মে বিজেপি সাংসদ জানালেন, তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন। তিনি ভাল আছেন। ধন্য়বাদ দিয়েছেন চিকিতসক ও স্বাস্থ্য় কর্মীদের। আরও কিছু দিন কোয়ারেন্টাইনে থাকবেন বলেও জানিয়েছেন হুগলির বিজেপি সাংসদ।
*পাঁচ দিন আগে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছিলেন।
* এর আগে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও বিধায়করা করোনায় আক্রান্ত হয়েছেন। ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্য়ু হয় করোনায়। তখন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন, "কারা সোশাল ডিসট্য়ান্সিং মানছেন বোঝাই যাচ্ছে।" দমকল মন্ত্রী সুজিত বসু, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সিপিএম নেতা অশোক ভট্টাচার্যও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বাংলার অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
বর্ষায় ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল বাংলা। এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সন্ধের পর বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন বৃষ্টি জারি থাকবে।
*আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
*উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
বাংলার সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে