বাংলার উত্তরে বর্ষার প্রবেশ ঘঠেছে। কিন্তু, দক্ষিণে চাতকের আপেক্ষা। হাঁসফাঁস গরম। সঙ্গে প্রবল অস্বস্তি। কবে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আগমন হবে? এই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। তবে,
আশার খবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার কলকাতার আকাশ সারাদিনই আংশিক মেঘলা থাকবে। সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। যদিও দিনের বেলায় আর্দ্রতা জনিত প্রবল অস্বস্তি বজায় থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৮৬ শতাংশ ও সর্বনিম্ন ৫৮ শতাংশ থাকবে।
আরও পড়ুন- বহিষ্কারেও অসন্তোষ কমছে না, মধ্য-প্রাচ্যের দেশগুলিতে চুরমার দিল্লির সম্মান, ভারতীয় পণ্য বয়কটের ডাক
কলকাতায় ছিঁটেফোঁটা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন কোনও পূর্বভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানা্ছে যে, দক্ষিণবঙ্গে মৌসুমীবায়ু প্রবেশ করেনি। ফলে পারদ সামান্য উর্ধ্বমুখী হতে পারে। তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের দরুণ বিভি্ন জেলায় বৃষ্টিপাত হলেও হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে আগামী ৪৮-৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- কী আছে কেদারনাথে, যার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা?
দক্ষিণের জেলাগুলিতে যখন ভ্যাপসা গরম তখন অন্য ছবি উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে। মৌসুমী বায়ু প্রবেশ করায় গত শুক্রবার থেকেই বর্ষা উত্তরের জেলাগুলিতে অবস্থানে করছে।
আরও পড়ুন- নিলামের আগে এই পাঁচ তারকাকে কোনওভাবেই রিলিজ করবে না KKR! বাইরে থাকছেন কে কে