WB Upper Primary Teachers Recruitment Final List 2021: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউয়ের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের নামের তালিকাও প্রকাশ করেছে এসএসসি।
উল্লেখ্য, আদালতের সাফ নির্দেশ, ইন্টারভিউ তালিকায় যাঁদের নাম নেই তাঁদের বিষয়ভিত্তিক নম্বরও প্রকাশ করতে হবে। কেন তাঁদের নাম তালিকায় নেই সেই কারণও জানাতে হবে কমিশনকে। গত শুক্রবার এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবেই শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করবে আদালত। সেই মতো এদিন ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে এসএসসি।
আরও পড়ুন স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্ৎসনা, উচ্চ প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ বহালই রাখল হাইকোর্ট
তালিকা দেখতে গেলে কী করবেন-
প্রথমে http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/ - এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই প্রথমে রয়েছে তালিকা।
তারপর ক্লিক করলে আরও একটি পেজ খুলবে।
ওই পেজে শিক্ষক নিয়োগের শূন্যপদ, শূন্যপদের ক্যাটাগরি-লিঙ্গ-সহ সব পূরণ করে সাবমিট করতে হবে।
সাবমিট করলেই পাওয়া যাবে পূর্ণাঙ্গ তালিকা। সেখানে প্রার্থীদের নামের সঙ্গে প্রাপ্ত নম্বরও দেওয়া আছে।
একই ভাবে এই ওয়েবসাইটে পাওয়া যাবে যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের তালিকাও।
এছাড়াও http://result.wbcssc.co.in/NotQualified -এই ওয়েবসাইটে গিয়েও যাঁদের নাম নেই সেই তালিকা দেখা যাবে।
আরও পড়ুন বড় ধাক্কা রাজ্যের, উচ্চ-প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া খারিজ হাইকোর্টের
প্রসঙ্গত, গত শুক্রবার উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত অস্বচ্ছতার অভিযোগে মামলা নিয়ে শুনানি হয় বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। সেদিন বিচারপতি কমিশনকে তীব্র ভর্ৎসনা করেন। নিয়োগে অনিয়ম কেন তা জানতে কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকারকে আদালতে হাজির হওয়ার নোটিস দিয়েছেন বিচারপতি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন