IMD Weather Forecast: তুমুল দুর্যোগের ভয়ঙ্কর পুর্বাভাস, বৃষ্টির সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া, বেলা গড়াতেই জেলায় জেলায় দুর্ভোগ

IMD Weather Forecast: আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির দাপট বাড়বে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে।

IMD Weather Forecast: আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির দাপট বাড়বে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে।

author-image
Sayan Sarkar
New Update
পশ্চিমবঙ্গে বৃষ্টি ৩১ জুলাই পর্যন্ত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে হলুদ সতর্কতা, জলপাইগুড়ি কমলা সতর্কতা, আবহাওয়া দফতর সতর্কতা, সমুদ্র উপকূল সতর্কতা, বাংলা ওড়িশা উপকূল ঢেউ, বঙ্গের বৃষ্টি পূর্বাভাস, IMD West Bengal rain alert, Bengal heavy rainfall July 2025, South Bengal orange alert, North Bengal yellow alert, Jalpaiguri Alipurduar rain warning, coastal weather warning Bengal, rough sea Odisha Bengal coast, 3.2m wave height alert, Form 6 voter rain hazard, weather July 27–31 Bengal

ভয়ঙ্কর দুর্যোগের বিরাট আশঙ্কা!

IMD Weather Forecast: বিরাট দুর্যোগের ভয়ঙ্কর পুর্বাভাস! আগামী কয়েকদিন রাজ্য জুড়ে তুমুল বৃষ্টির সতর্কতা জারি। একাধিক জেলায় কমলা সতর্কতা।  

Advertisment

আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির দাপট বাড়বে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী দু’দিন খুব ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তাই এই দুই জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও আশেপাশের জেলাগুলিতে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি সহ কয়েকটি জেলায় আগামী চার দিন ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বুধবার ও শুক্রবার হলুদ সতর্কতা, আর শনিবার ও রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে গুজরাট থেকে সোজা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা ছড়িয়ে পড়েছে, যার জেরেই সপ্তাহভর দুর্যোগে নাজেহাল হবে বাংলা। এদিকে উত্তরবঙ্গে তিস্তা নদীর জলস্তর বেড়ে  জাতীয় সড়ক ১০-এ জল ঢুকে পড়ে, ফলে সিকিম ও কালিম্পং-এর যোগাযোগ বন্ধ হয়ে যায়।একাধিক জায়গায় ধসের ঘটনাও ঘটেছে।  সেই সঙ্গে আগামী কয়েকদিন কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বৃভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisment

আরও পড়ুন- মন্ত্রীর খাসতালুকে খুন দাপুটে TMC নেতা, তোলপাড় ফেলা ফেলা ঘটনায় হুলস্থূল, উত্তাল বাংলা

weather IMD Alipore Weather Office Alipur weather Office Bengal Weather