ফের এক দফায় মাত্রা ছাড়ানোর পথে গরম। শহর থেকে জেলা, গরমে নাভিশ্বাস দশা হওয়ার জোগাড় সর্বত্র। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন কয়েক বৃষ্টির কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না না আবহাওয়াবিদরা। এদিকে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আজই পরিণত হবে নিম্নচাপে। সেই নিম্নচাপই তৈরির পর জানা যাবে কোন পথে এগোবে ঘূর্ণিঝড়। আগামী ১০ মে অর্থাৎ বুধবারের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড় তৈরির পরেও ক্রমশ তা দিক পরিবর্তন করে এগোবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত বঙ্গোপসাগরে তৈরি সিস্টেমের দিকে কড়া নজর রেখেছে হাওয়া অফিস। সময়ে-সময়ে এব্যাপারে সতর্কবার্তা জারিকরা হবে।
একদিকে ঘূর্ণিঝড় 'মোকা' নিয়ে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে, ফের এক দফায় ভ্যাপসা গরমে জেরবার দশা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে আরও বাড়বে গরম। আগামী ৪৮ ঘণ্টায় শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে। অন্যদিকে, রাজ্যের পশ্চিমাঞ্চল অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা আগামী কয়েকদিনে ৪০ ডিগ্রি বা তারও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এখনই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরির ব্যাপারে কোনও সতর্কতা দেয়নি আবহাওয়া দফতর।
আরও পড়ুন- বঁটি দিয়ে জামাইয়ের কান কাটল শাশুড়ি, তুলকালাম কাণ্ড শ্বশুরবাড়িতে
দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আগামী কয়েকদিন গরম আরও বাড়বে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি না হলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও বাড়বে।
এদিকে, ঘূর্ণিঝড় 'মোকা'র প্রভাব সোমবার থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পড়তে পারে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আন্দামানে সমুদ্র তীরের সব বিনোদনমূলক ব্যবস্থা বন্ধ রাখতে বলা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সকতর্কা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সঙ্গেই আন্দামানে ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।