কালীপুজোর রাতে কলকাতা-সহ জেলায় জেলায় শীতের আমেজ বেশ খানিকটা বেড়েছে। শহর কলকাতার তাপমাত্রা গতকাল রাতেও ২০ ডিগ্রিতে নেমে গিয়েছিল। পশ্চিমের জেলাগুলিতে আরও নেমেছিল পারদ। আজ শুক্রবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশেই থাকবে। শনি ও রবিবার রাজ্যে শীতের আমেজ আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। প্রাক শীতে ঠাণ্ডার কামড় ভালো মতো অনুভূত হলেও পাকাপাকিভাবে রাজ্যে জাঁকিয়ে শীত কবে থেকে পড়তে পারে সেব্যাপারে কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর।
চলতি বছরে লম্বা ইনিংস খেলেছে বর্ষা। তেমনই এবার দীর্ঘ ইনিংস খেলতে পারে শীতও। অন্যান্য বেশ কয়েক বছরের তুলনায় এবার শীতের কামড় থাকতে পারে অনেকটাই বেশি। প্রাক-শীতের মেজাজেই সেই ইঙ্গিত আরও বেশি স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। আজ শুক্রবার রাতেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী শনি ও রবিবার শীতের আমেজ আরও বেশ খানিকটা বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, আজ শেষকৃত্য
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই শীতের আমেজ। কোনও কোনও জেলায় দেখা মিলছে কুয়াশার। ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই অবশ্য সেই আমেজ ফিকে হচ্ছে। ফের সন্ধের পর থেকে নামছে পারদ। পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, দার্জিলিঙের তাপমাত্রা ইতিমধ্যেই ৯ ডিগ্রির নীচে নেমেছে। সপ্তাহের শেষ দিকে সেই তাপমাত্রা আরও নামতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন