Advertisment

Bengal Weather Update: সপ্তাহান্তেই ফের ঠান্ডার আমেজ! এই দিন থেকে শীতের মারকাটারি ইনিংস শুরু, রইল টাটকা আপডেট

Bengal Makar Sankranti Weather Update: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। আজ, মঙ্গলবার এই ঝঞ্ঝা ঢুকছে। যার ফলে বাংলায় শীতের আমেজ কম।

author-image
IE Bangla Web Desk
New Update
Makar Sankranti Weather: মকর সংক্রান্তিতে ঠান্ডা উপেক্ষা করে পবিত্র স্নান গঙ্গাসাগরে

Makar Sankranti Weather: মকর সংক্রান্তিতে ঠান্ডা উপেক্ষা করে পবিত্র স্নান গঙ্গাসাগরে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

West Bengal Weather Update Today 14 January 2025: বঙ্গে কি এবারের মতো শীতের ইনিংস শেষ? মকর সংক্রান্তির দিনও কনকনে ঠান্ডার দেখা নেই। ধীরে ধীরে কমছে শীত। আর কি শীতের আমেজ মিলবে না? আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই নিরাশ হওয়ার প্রয়োজন নেই। সপ্তাহান্তেই জমিয়ে শীতের আমেজ পাবেন। তবে আগামী ৪-৫ দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। ১৮ জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। 

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। আজ, মঙ্গলবার এই ঝঞ্ঝা ঢুকছে। যার ফলে বাংলায় শীতের আমেজ কম। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। প্রায় সব জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল। আপাতত দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু বেড়েছে। আগামী ৪-৫ দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। ১৮ জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা।

Advertisment

আরও পড়ুন পৌষ সংক্রান্তি থেকেই শীতের দুরন্ত ইনিংস শুরু? আবহাওয়ায় জমাটি আপডেট জানুন

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা নামবে ৫০ মিটিরে কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার দাপট থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আগামী ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা। সপ্তাহান্তে আবার কমবে পারদ।

কলকাতার আবহাওয়া

আজ আকাশ পরিষ্কার থাকবে মহানগরে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রির মধ্যে থাকবে। আগামী ৪-৫ দিন তাপমাত্রার হেরফের হবে না। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে শহরে। বৃষ্টির সম্ভাবনা নেই এই সপ্তাহে।

weather weather today Alipore Weather Office Bengal Weather West Bengal Weather Forecast West Bengal Weather Today weather latest news Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment