West Bengal Weather Forecast Today 13 January 2025: গত কয়েকদিন রাজ্যজুড়ে জামাটি শীত ছিল। তবে রবিবার থেকে তাপমাত্রা সামান্য বেড়ে চললেও শীতের ভরপুর আমেজে বিশেষ ভাঁটা পড়েনি। আগামিকাল মঙ্গলবার পৌষ সংক্রান্তি (Poush Sankranti)। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এরই মধ্যে একাধিক রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। সব মিলিয়ে আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া সম্পর্কে আগাম কিছু তথ্য জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আগামীকাল পৌষ সংক্রান্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কাল মকর সংক্রান্তির (Makar Sankranti) দিনে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা বেশ কম। বরং আগামীকাল এবং বুধবার তাপমাত্রা পারদ খানিকটা চড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন সকালের দিকে থাকবে কুয়াশার দাপট। তবে জাঁকিয়ে শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তুরে হাওয়ার গতিপথ বাধা প্রাপ্ত হচ্ছে এই ঝঞ্ঝার জেরে। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।
কলকাতার ওয়েদার আপডেট (Kolakata Weather Update)
কলকাতা শহরেও জাঁকিয়ে শীত (Winter) উধাও। রবিবার থেকে তাপমাত্রা বেড়েছে তিলোত্তমা মহানগরীতেও। আগামীকাল ও বুধবার কলকাতার তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে। আগামী ২৪ ঘন্টায় মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন- Malda News: ফরাক্কা স্টেশন থেকে হঠাৎ উধাও, ৮ দিন পর ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার, রহস্যমৃত্যুর তদন্তে পুলিশ
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের (North bengal) পার্বত্য জেলা দার্জিলিঙে (Darjeeling) আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়নগরীতে ফের একবার তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এই সপ্তাহব্যাপী উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় থাকবে কুয়াশার দাপট। ভোর থেকে কুয়াশার জেরে অনেক জেলায় দৃশ্যমানতা কমে যাবে। তবে বেলা বাড়লে রোদের তেজ বাড়লে পরিস্থিতির উন্নতি হবে।
আরও পড়ুন- Indo-Bangladesh Border Escalation: ভারতীয় হাইকমিশনারকে তলব ইউনূস সরকারের, সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে ক্ষুব্ধ ঢাকা?
ফের নতুন করে পারদ পতন কবে?
আপাতত তাপমাত্রার পারদ চড়বে আগামী বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহের শেষের দিকে ফের একবার পারদ পতনের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন- Bengal Assembly Election 2026: বছর ঘুরলেই বিধানসভা ভোট, 'খেলা' জমে উঠেছে তৃণমূলে, জল মাপছে বিরোধীরা