ফের উত্তুরে হাওয়ার দাপট বাংলায়। বুধবার অনেকটাই নামল পারদ। উত্তুরে হাওয়ায় শিরশিরানি মঙ্গলবার সন্ধে থেকেই। জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং শীতের। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হলেও কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত আরও নামবে পারদ। ১২ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে। সপ্তাহান্তে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।
এদিন সকাল থেকেই মেঘলা আকাশ। তবে বেলা বাড়তে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন একাধিক জেলা। মালদা, কোচবিহার ও দুই দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। রবিবার তা ১২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
আরও পড়ুন ফের আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার হামলা ট্রেনে
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবারও দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চল লাগোয়া এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টির হাত ধরেই ঠান্ডা হাড়া কাঁপাবে এই দুই পাহাড়ি জেলায়। যদিও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা।