West Bengal Weather Update 11 December: ক্যালেন্ডারে ডিসেম্বরের ১০ তারিখ পেরিয়ে গেলেও এখনও হাড়কাঁপানো শীতের নামগন্ধ নেই। বেলা বাড়লেই রোদের তাপ। গরম অনুভূত হচ্ছে রীতিমতো। কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। এই অবস্থায় খুশির খবর শোনাল আবহাওয়া দফতর।
সপ্তাহান্তেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। সপ্তাহের শেষে কলকাতার পারদ নামতে পারে ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন হতে পারে আরও। ১০ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা।
ঘূর্ণাবর্ত সরলেই ধীরে ধীরে শীত পড়ার সম্ভাবনা। সম্প্রতি নিম্নচাপের কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। দার্জিলিং-সহ উত্তরের ৮ জেলায় ঘন কুয়াশার চাদরে মুড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ বুধবার ১১ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গেও দাপট দেখাবে শীত। সেখানে সর্বনিম্ন তাপমাত্রার পতন হবে। পশ্চিমী ঝঞ্ঝার মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়লেও বুধবার থেকে ভরপুর শীতের আমেজ মিলবে।
আরও পড়ুন পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল
উত্তরবঙ্গে দার্জিলিং এবং পাবর্ত্য অঞ্চলে সোমবারের মধ্যএ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে।