North sikkim's mangan are open for tourists: পুরোদমে শুরু হয়ে গিয়েছে পর্যটনের মরশুম। দিকে দিকে বেড়াতে বেরিয়ে পড়েছেন পর্যটকের দল। ভ্রমণরসিকদের একটা বড় অংশের পছন্দের জায়গা হল উত্তরবঙ্গ লাগোয়া সিকিম (Sikkim)। ভ্রমণপ্রিয় বাঙালি পর্যটকদেরও দারুণ পছন্দের জায়গা হল সিকিমের উত্তর অংশ।এবার খুলে দেওয়া হয়েছে সিকিমের মঙ্গন। উত্তর সিকিমের (North Sikkim) এই জেলায় পা রাখা পর্যটকদের জন্য বন্ধ ছিল একটানা বেশ কিছুদিন। অপরূপ সৌন্দর্য্যের অধিকারী এই প্রান্ত এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
পর্যটনের ভরা মরশুমে ভ্রমণরসিকদের জন্য দারুণ খবর। নর্থ সিকিমের মঙ্গন জেলা খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য।একটানা লাগাতার বৃষ্টির জেরে উত্তর সিকিমের এই মঙ্গন জেলার দিকে দিকে পাহাড়ি রাস্তাঘাটে ধ্বস নেমে গিয়েছিল। এমনকী ব্যাপকভাবে উত্তর সিকিম হাইওয়েও বিপর্যস্ত হয়ে পড়েছিল। নর্থ সিকিমের এই মঙ্গন জেলার একাধিক চোখ জুড়নো পর্যটন কেন্দ্রে বছরভর পর্যটকদের ঠাসা ভিড় থাকে। তবে বৃষ্টির কারণে এলাকায় ধ্বস নামার জেরে এই জেলার পর্যটন কেন্দ্রগুলি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। গত কয়েক মাস ধরে মঙ্গন জেলার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের কাজ চালিয়ে গিয়েছে সিকিম প্রশাসন। সেই সঙ্গে উত্তর সিকিমের হাইওয়েও সারানো হয়েছে। অবশেষে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে নর্থ সিকিমের এই মঙ্গন জেলা (Mangan District)।
সিকিমের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে পর্যটনের উপর। পশ্চিমবঙ্গ তো বটেই বিভিন্ন প্রান্ত থেকে বছরভর পর্যটকরা বেড়াতে যান সিকিমে। সিকিম ট্যুর অনেকের কাছেই একটা স্বপ্নের মতো। পাহাড়ি রাজ্যের নজরকাড়া সৌন্দর্য্য ভ্রমণপিপাসুদের মন ভরিয়ে দেয়। বছরের একটা বড় সময় সিকিমে পর্যটকদের ভিড় লেগেই থাকে।
আরও পড়ুন- Dooars Tourism: পর্যটকদের জন্য ফাটাফাটি খবর! খুলে গেল গরুমারার তিনটি বনবাংলো
সিকিমের উত্তর ভাগ থেকে শুরু করে পূর্ব দিক, একাধিক নজরকাড়া সব পর্যটন কেন্দ্র রয়েছে। সারা বছরই সেই সব পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় থাকে। তবে এবছর প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের দিকে দিকে ধ্বস নামে। প্রবল ভোগান্তির মুখে পড়তে হয় পর্যটকদের। দুর্গম পাহাড়ি এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করতে এয়ারলিফট পর্যন্ত করতে হয়েছে।
আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য পৃথক দেশের দাবি, সোচ্চার প্রাক্তন সেনাকর্তা
তবে শুধু এ বছরই নয়। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পাহাড়ি এই রাজ্যের লড়াই বহু পুরনো। বর্ষায় পাহাড়ি পথে দিকে দিকে ধ্বস নামে। বৃষ্টি বেশি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ হয় প্রচুর। এবারও তেমনটাই হয়েছিল উত্তর সিকিমের মঙ্গন জেলায়। পর্যটকদের দারুন পছন্দের এই জেলার দিকে দিকে রাস্তায় ধ্বস নেমে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছিল।
তবে গত কয়েক মাসে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলেছে মেরামতের কাজ। রাস্তা মেরামতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পর্যটনকেন্দ্র গুলি নতুন করে গড়ে তোলা হয়েছে। তারপরে গত পয়লা ডিসেম্বর থেকে সিকিমের মঙ্গন জেলা খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য।