Advertisment

Bengal Weather: বঙ্গে জাঁকিয়ে শীত কবে, পারদ পতনের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

Bengal Weather Forecast: নভেম্বর মাসের প্রথম দু'সপ্তাহ কাটতে চললেও রাজ্যে এখনও পর্যন্ত শীতের কামড় নেই। কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে, কী জানাল আবহাওয়া দফতর জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
একটি শীতের সকালের ছবি...

Bengal Weather: বঙ্গে জাঁকিয়ে শীত কবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

West Bengal Weather News: কয়েক বছর আগেও কালীপুজো থেকেই শীতের আমেজ পাওয়া যেত। এবার তো জগদ্ধাত্রী পুজোও শেষ। ভোরের দিকে কুয়াশার চাদর, ঠান্ডা হাওয়ার শিরশিরানি পাওয়া গেলেও বেলা বাড়তেই তা উধাও হচ্ছে। আবার সূর্য ডুবতেই সন্ধে থেকে হিমেল অনুভূতি। কার্তিক মাসের শেষে অগ্রহায়ণ দোরগোড়ায়। কিন্তু শীতের এখনও ঠিকানা নেই। কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে, কী জানাল আবহাওয়া দফতর জানুন।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা আর নেই। এখন বাংলাজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া এখনও সেভাবে রাজ্যে প্রবেশ করছে না। উত্তর এবং উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে সেভাবে ঠান্ডা না-পড়লে বাংলায় ঠান্ডা পড়ার সম্ভাবনা কম। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা প্রবল। আজ, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে দিনের বেলায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কোথাও কোথাও দু-এক ঘণ্টা কুয়াশা থাকতে পারে। তিন দিন পর রাজ্যে পারদ পতন হবে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক বা তার থেকেও নিচে নামতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে ঠান্ডার আমেজ পাওয়া যাবে। নম্ভেম্বরের মাঝামাঝি সময় থেকে কমবে তাপমাত্রা।

আরও পড়ুন অপেক্ষার অবসান আর দিন কয়েকেই? শীত নিয়ে সাড়া জাগানো আপডেট এখনই জানুন

আবহাওয়া দফতর জানিয়েছে, বিপরীত ঘূর্ণাবর্তের কারণে ১৫ নভেম্বর থেকে উত্তুরে হাওয়া বইতে থাকবে। শীতের আমেজ তৈরি হলেও পাকাপাকি ভাবে একে শীতের আগমন বলা যাবে না। সেক্ষেত্রে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে হবে তাপমাত্রা। পর পর তিনদিন সেই পারদ পতন অব্যাহত থাকতে হবে। 

Bengal Weather Alipore Weather Office weather today Kolkata Weather weather latest news West Bengal Weather Today West Bengal Weather Forecast Weather Report IMD Kolkata Bengal Weather Forecast Weather Forecast
Advertisment