Bengal Weather Today: ইতিমধ্যেই রাজ্যের জেলায়-জেলায় সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি মিলতে শুরু করেছে। নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত সময় চলে এলেও এখনও পর্যন্ত শীতের অনুভূতি জোরালো হয়নি। এবার কবে থেকে বঙ্গে শীত পড়বে? নাকি মাঝপথে ফের এক নিম্নচাপ শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
আবহাওয়া দফত সূত্রে জানা গিয়েছে, আর কয়েক দিনের মধ্যেই রাজ্যের আবহাওয়ায় বেশ খানিকটা বদল আসতে পারে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আর দু-তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। শীতের অনুভূতি এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও খানিকটা বাড়বে। রাজ্যজুড়েই আরও শুষ্ক হবে আবহাওয়া।
আরও পড়ুন-Sainthia Blast: প্রবল বিস্ফোরণ, ঝলসে গেলেন যুবক, প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ারের ভূমিকা
কলকাতার ওয়েদার আপডেট
সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নতুন করে তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই। বরং সপ্তাহের শেষের দিকে কলকাতা শহরেও ঠাণ্ডার আমেজ বাড়তে পারে। তাপমাত্রার পারদও নামতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
মনোরম আবহাওয়া উত্তরবঙ্গের জেলায়-জেলায়। দারুণ ওয়েদারে দেদার মজায় পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে।