Advertisment

সকালেই নামল আঁধার, মঙ্গলেও দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা-সহ একাধিক জেলা

মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
chance of rain throughout the bengal in lakshmi puja 2022

লক্ষ্মীপুজোতেও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।

রাতভর মুষলধারে বৃষ্টি দফায় দফায়। ভারী বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার সকাল থেকেও বৃষ্টি চলছে। থামার চিহ্ন নেই। সকাল আঁধারে ঢেকেছে শহরের আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি।

Advertisment

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হলেও সেটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এখন সেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার গোটা দিন দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা ও শহরতলিতে। মঙ্গলবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীরপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। টানা বৃষ্টির জেরে এক ধাক্কায় শহরের তাপমাত্রার পারদ নেমেছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকের থেকে তা অনেকটাই কম।

আরও পড়ুন নিম্নচাপের জেরে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, দুর্যোগ কতদিন? জানাল হাওয়া অফিস

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের ফলে বর্ষায় বৃষ্টির ঘাটতি কিছুটা মিটবে বলে আশা করছেন আবহবিদরা। চলতি বছর নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি। বেশ কিছু জেলায় অনাবৃষ্টির জেরে চাষের ক্ষতি হয়েছে। এই বৃষ্টিতে সেই ঘাটতি কিছুটা কমবে বলে আশা।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণেই আপাতত বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলের এলাকাগুলিতে প্রশাসনের তরফে স্থানীয়দের সতর্ক করে চলছে প্রচার।

West Bengal Weather Forecast Weather Forecast Rainfall in Bengal weather latest news
Advertisment