চলতি বর্ষায় দক্ষিণবঙ্গ থেকে এখনও মুখ ফিরিয়েই রয়েছেন বরুণদেব। এবছর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত টানা মুষলধারে বৃষ্টি অধরা। তবে এবার নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সেই খরা কিছুটা হলেও কাটতে চলেছে। উল্টোদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে এরাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এবার বেড়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- বাংলায় করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ল, কিছুটা লাগাম সংক্রমণে
একইভাবে শহর কলকাতা ও লাগোয়া হাওড়া, হুগলি জেলাতেও কোথাও হলকা ও কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও এই নিম্নচাপের অবস্থানের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি বছরে দক্ষিণবঙ্গে বর্ষার বেশ ঘাটতি রয়েছে। তবে এবার নিম্নচাপের হাত ধরে বৃষ্টির সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
উল্টোদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় বেশ কিছুটা বেড়ে গিয়েছে তাপমাত্রা। গত কয়েক বছরের মধ্যে ভরা বর্ষায় হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ার এই ঘটনা শেষ কবে দেখেছেন উত্তরবঙ্গের বাসিন্দারা, তা মনে করা যাচ্ছে না। তবে এবার উত্তরেও ফের বদল আবহাওয়ায়। কাল থেকেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাগুড়ি-সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।