গতকালের চেয়ে আজ আরও নেমেছে পারদ। মেঘমুক্ত আকাশে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। বঙ্গে ভরপুর শীতের আমেজ। রবিবাসরীয় সকালে জমিয়ে ঠান্ডা উপভোগ করছেন বঙ্গবাসী। নতুন সপ্তাহের শুরুতে পারদ আরও নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল।
আজও ঝোড়ো ব্যাটিং জারি শীতের। দেরিতে হলেও শীতের আমেজ ভরপুর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে।
আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। তাপমাত্রা নেমে যেতে পারে ২ ডিগ্রি পর্যন্ত। সব মিলিয়ে আগামী সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।
বড়দিন থেকে টানা কয়েকদিনের ছুটি জমিয়ে উপভোগ করার সুযোগ। হাওয়া অফিস জানাচ্ছে বড়দিনের আগেই আরও বেশ খানিকটা নেমে যেতে পারে পারদ।
চলতি বছরে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করেছে বর্ষা। বর্ষার মতোই এবার ক্রিজ আঁকড়ে পড়ে থেকে একটানা বেশ কিছুদিন ব্যাটিং করবে শীতও। মরশুমের শুরু থেকেই এই পূর্বাভাস দিয়ে চলেছিলেন আবহাওয়াবিদদের একাংশ।
শুরুর কয়েকটি দিন সেই ইঙ্গিত মিললেও নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার বদল আসে। উধাও হয় শীত। গত কয়েকদিন ধরে মেঘমুক্ত আকাশ। রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় কোনও বাধা নেই। তারই হাত ধরে নামছে পারদ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন