West Bengal Weather News: বঙ্গে আগমন দেরিতে হলেও ধীরে ধীরে রূপ দেখাচ্ছে শীত। যাকে বলে প্রথম বলেই ছক্কা হাঁকানো। নভেম্বরের ১৫ তারিখ পেরোতেই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। পারদ পতন অব্যাহত মঙ্গলবারও। শীতের কামড় বেশ অনুভব হতে শুরু করেছে। কী জানাল আবহাওয়া দফতর জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন অপেক্ষাকৃত বেশি। শীতের শুরুতেই পারদ অনেকটা নেমেছে পুরুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। বীরভূমের শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি। ঝাড়গ্রামে ১৪ ডিগ্রি। বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মোট কথা, রাজ্যজুড়েই শীতের আমেজ।
উত্তরবঙ্গের আবহাওয়া
বঙ্গে পুরোপুরি শীতের আমেজ। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলা কুয়াশার চাদরে ঢেকেছে। উত্তরের তিন জেলায় ঘন কুয়াশার দাপট। দার্জিলিং, কালিম্পংয়ে ঠান্ডার দাপট প্রবল। হিমেল হাওয়ায় হাড় কাঁপুনি দেওয়ার মতো পরিস্থিতি। ঘন কুয়াশায় ঢেকেছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও। এই সব জেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা কমতে পারে ৫০ থেকে ২০০ মিটার। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন বঙ্গে জাঁকিয়ে শীত কবে, পারদ পতনের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর
কলকাতার আবহাওয়া
কলকাতায় গোটা সপ্তাহ ধরেই শীত বাড়বে একটু একটু করে। রাতে ও ভোরে শীতের আমেজ থাকবে। আপাতত আগামী ৬ দিন তাপমাত্রায় বিরাট হেরফের হবে না শহরে। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামবে না। সকালের দিকে কোনও কোনও এলাকায় হালকা কুয়াশা থাকতে পারে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। মোটের উপর মনোরম আবহাওয়াই থাকবে কলকাতায় । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি থেকে নেমে ১৮ ডিগ্রি হয়েছে মঙ্গলবার। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।