এ মরশুমে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা বিশেষ একটা নেই, দিন কয়েক আগেই এমনই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে শুক্রবার আবহাওয়াবিদদের খানিকটা অবাক করেই পারদ পতন কলকাতায়। সকাল থেকে জমিয়ে শীত উপভোগ মহানগরীর। জেলাগুলিতেও শীতের দাপট চোখে পড়েছে। তবে শীতের এই ইনিংস স্থানীয় হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে আগামী ২৩ জানুয়ারির পর থেকে ঠান্ডার জোরালো দাপট আর চোখে পড়বে না বলেই ধারণা আবহাওয়াবিদদের।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শীতপ্রেমীদের আশা-আকাঙ্খা বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। এক ধাক্কায় তাপমাত্রা নেমে গেল স্বাভাবিকের থেকে এক ডিগ্রির নীচে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস, সম্ভবত আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রার পারদ আরও খানিকটা বেড়ে যাবে।
আরও পড়ুন- সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, অভিনব ঘটনার সাক্ষী থাকবে রাজ্য
সম্ভবত ২৩ জানুয়ারির পর থেকে কার্যত উধাও হবে শীত। জানুয়ারি মাসের শেষের কয়েকটি দিন নতুন করে তাপমাত্রার উল্লেখযোগ্য পতনের তেমন কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৩ জানুয়ারি থেকে তাপমাত্রার পারদ একটু একটু করে বাড়তে থাকবে। ২৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেড়ে ২০ ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে চলতি মরশুমে শীতের জোরালো কামব্যাকের সম্ভাবনা আর নেই বললেই চলে। আগামী সপ্তাহ থেকেই শীতের বিদায়পর্ব শুরু হয়ে যেতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।