Advertisment

২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, বড়দিনের আগেই উধাও হতে পারে শীত

গত কয়েকদিন শীতে থরহরি কম্পের পর বুধবার ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ।

author-image
IE Bangla Web Desk
New Update
ঝোড়ো ব্যাটিং শীতের, আজই এ মরশুমের শীতলতম দিন

সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।

গত কয়েকদিন শীতে থরহরি কম্পের পর বুধবার ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। প্রায় ২ ডিগ্রি বেড়ে এদিন কলকাতার তাপমাত্রা হল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন আরও বাড়তে তাপমাত্রা। ফলে বড়দিনের সময় স্বাভাবিকের থেকে বেশি হতে পারে তাপমাত্রা।

Advertisment

গত কয়েকদিন ধরে তাপমাত্রার পতন দেখেছে বাংলা। কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তর ভারতে প্রবল শৈত্যপ্রবাহের কারণে শীতের দাপট দেখা দেয়। উত্তর ভারত থেকে কনকনে ঠান্ডা বাতাস বাংলায় ঢোকার জেরে অনেকটাই কমে যায় তাপমাত্রা। দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস, আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের রেশ কিছুটা কমবে। ফলে উত্তর ও পূর্ব ভারতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। তাই জাঁকিয়ে শীত কিছুটা ধাক্কা খাবে।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তামপাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।

আরও পড়ুন কাঁপছে কলকাতা, তবে বড়দিনের আগেই বঙ্গের আবহাওয়ায় ‘বড় বদল’

এদিকে, পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমানের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে দু’দিনের মধ্যেই এইসব জেলায় পারদ চড়বে। উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে প্রবেশ করা উত্তুরে হাওয়া আগামী কয়েক দিনের মধ্যেই বাধা পাওয়ায় কলকাতা তথা রাজ্যের সমস্ত জেলার তাপমাত্রা বাড়বে। ফলে বড়দিনের আগেই রাজ্যে শীত কিছুটা কমবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Weather Today West Bengal Weather Forecast weather update Weather Forecast
Advertisment