IMD Weather Forecast: তুমুল দুর্যোগের বিরাট সম্ভাবনা, বৃষ্টিতে ভাসবে শহর, কোন কোন জেলায় জারি হলুদ সতর্কতা?

IMD Weather Forecast: রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা ।

IMD Weather Forecast: রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা ।

author-image
IE Bangla Web Desk
New Update
weather latest news,Durgapuja,weather,West Bengal Weather Today,Weather Bulletin,Bengal Weather Forecast,Weather Forecast, heavy rain,Weather Office,Bengal Weather, দুর্গাপুজোর আবহাওয়া ২০২৪, WB Weather,Weather Report,West Bengal Weather update,Alipore Weather Office,Kolkata Weather, West Bengal Weather,weather today,thunderstorm, আবহাওয়ার পূর্বাভাস,today bengal weather forecast, bengal weather forecast,Alipur weather Office,West Bengal Weather Forecast

তুমুল দুর্যোগের বিরাট সম্ভাবনা

Kolkata Weathe Today: চলতি সপ্তাহের ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত  ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার পুর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। 
 
IMD জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার (২৩ জুলাই) বজ্রবিদ্যুৎ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে জেলাগুলিতে এর প্রভাব পড়বে, সেগুলি হল— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ।

Advertisment

বুধে কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৮% থেকে ৯৩% এর মধ্যে।

উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisment

২২ জুলাই রাজ্যের কিছু অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পানাগড়ে ৩৭°C, দীঘায় ৩৬.৮°C এবং ডায়মন্ড হারবারে ৩৬.২°C। অন্যদিকে দার্জিলিং ছিল সবচেয়ে শীতল, যেখানে তাপমাত্রা ছিল মাত্র ১৭°C, কালিম্পং ২২°C এবং আলিপুরদুয়ার ২৪°C।

সপ্তাহের দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে, ২৪ জুলাই থেকে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্রে ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই ওইসব অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে IMD।

আরও পড়ুন- ধনখড়ের পদত্যাগ নিয়ে 'বিস্ফোরক' মমতা, ৩০ কোটি 'বাঙালির অপমান', বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

IMD Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather IMD Kolkata