Kolkata Weathe Today: চলতি সপ্তাহের ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার পুর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
IMD জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার (২৩ জুলাই) বজ্রবিদ্যুৎ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে জেলাগুলিতে এর প্রভাব পড়বে, সেগুলি হল— দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ।
বুধে কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৮% থেকে ৯৩% এর মধ্যে।
উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
২২ জুলাই রাজ্যের কিছু অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পানাগড়ে ৩৭°C, দীঘায় ৩৬.৮°C এবং ডায়মন্ড হারবারে ৩৬.২°C। অন্যদিকে দার্জিলিং ছিল সবচেয়ে শীতল, যেখানে তাপমাত্রা ছিল মাত্র ১৭°C, কালিম্পং ২২°C এবং আলিপুরদুয়ার ২৪°C।
সপ্তাহের দ্বিতীয়ার্ধে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে, ২৪ জুলাই থেকে উত্তর ও মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্রে ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই ওইসব অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে IMD।